• ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ধুন্ধুমার! বীরভূমে মৃত্যু তৃণমূল কর্মীর
    প্রতিদিন | ০৮ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমিতে ছাগল চড়ানো নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ! সেই সংঘর্ষে মারা গেলেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরে। মৃতের নাম আবদুল রহমান মল্লিক। গতকাল, শুক্রবার রাতে মারা যান ওই ৬৫ বছরের বৃদ্ধ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত বুধবার সকালে। ওই দিন সকালে শাসকদলের দুই গোষ্ঠীর বিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল বীরভূমের লাভপুরের কুসুমগরিয়া গ্রাম। এলাকায় ছাগল চড়ানোকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল ওই গ্রামে। দু’পক্ষই লাঠি, বাঁশ, লোহার রড দিয়ে একে অপরের উপর চড়াও হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই প্রবল সংঘর্ষ হয়েছিল! ওই ঘটনায় কমপক্ষে ছয় জন জখম হন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওই বৃদ্ধ। সেখানেই তিনি গতকাল রাতে মারা যান বলে খবর।

    স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েতের টেন্ডার বণ্টন ও গ্রাম্য আধিপত্যকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে টানাপোড়েন চলছিল বেশ কিছুদিন ধরেই। জমিতে ছাগল চড়ানো, ধান খাওয়ার ঘটনা তারই বহিঃপ্রকাশ! বুধবার সাতসকালে বিবাদ শুরু হলে লাভপুর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযোগ, পুলিশের সামনেই কার্যত খণ্ডযুদ্ধ চলে! বাঁশ, লোহার রড, লাঠি দিয়ে চলে হামলা! পরে বিশাল পুলিশ বাহিনী ওই গ্রামে পৌঁছয়। পরিস্থিতি আয়ত্তে আনা হয়। পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাহিনী নিয়ে রুটমার্চ করেন বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল। স্থানীয় থানার উদ্যোগে এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।

    গোষ্ঠীদ্বন্দ্ব মানতে চাননি বিধায়ক অভিজিৎ সিংহ। তিনি বলেন, “গ্রামে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করেই দুই পরিবারের মধ্যে বিবাদ। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। কোনও দ্বন্দ্ব নেই। কারও কাউকে ভালো লাগতে পারে। সবাই তৃণমূল, লাভপুরে কোনও অনুগামী নেই।” গতকাল রাতে তৃণমূল কর্মীর মৃত্যুর পরে ফের চাপা উত্তেজনা তৈরি হয়েছে বলে খবর। পুলিশ পরিস্থিতির দিকে নজর রেখেছে।
  • Link to this news (প্রতিদিন)