কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে, সপ্তাহান্তেই বঙ্গে জাঁকিয়ে শীত?
প্রতিদিন | ০৮ নভেম্বর ২০২৫
নিরুফা খাতুন: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে হুড়মুড়িয়ে পারদ পতন। ক্রমশ কমছে কলকাতা-সহ অন্যান্য জেলাগুলির তাপমাত্রা। শনিবার সকালে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আগামী দু’দিন এভাবে পারদপতন চলবে বলেই খবর। উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পূর্ব মধ্য ও উত্তরপূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। আবার রিয়ানার উপ অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত মধ্য অসম এবং কর্নাটক সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবার জম্মু-কাশ্মীর ও সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে।
এদিকে, কলকাতায় শনিবার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী দু-তিনদিনে আরও কিছুটা কমবে তাপমাত্রা। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি বাড়তে পারে। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পংয়ে বাড়বে কুয়াশার দাপট। পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বাংলায় বৃষ্টি না হলেও তামিলনাড়ু, পণ্ডিচেরি এবং করাইকালে ভারী বৃষ্টির সম্ভাবনা। কেরল এবং মাহেতেও ভারী বৃষ্টির পূর্বাভাস।
বলে রাখা ভালো, এবার বাংলায় তুলনামূলক বৃষ্টি হয়েছে কিছুটা বেশি। কখনও নিম্নচাপ, কখনও মৌসুমী বায়ুর দাপটে ভিজেছে বাংলা। ঠিক তার মতো রেকর্ড হারে শীত পড়ার আশঙ্কা করা হচ্ছে। তাপমাত্রার হু হু করে পারদপতন কি তারই ইঙ্গিত? স্বাভাবিকভাবে সকলের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে। যদিও গত কয়েকবছর শীতবিলাসীরা ঠান্ডায় তেমন সন্তুষ্ট হননি। এবার শীতবিলাসীরা সন্তুষ্ট হওয়ার মতো ঠান্ডা পড়ে কিনা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।