• রাস্তা তৈরিতে নজর বিশেষ দলের, ‘পথশ্রী’ প্রকল্পের কাজ দ্রুত শেষের নির্দেশ নবান্নর
    প্রতিদিন | ০৮ নভেম্বর ২০২৫
  • স্টাফ রিপোর্টার: জেলায় গিয়ে পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরির কাজ এবার থেকে খতিয়ে দেখবে আধিকারিকদের বিশেষ দল। শুক্রবার নবান্নে পথশ্রী প্রকল্পের পর্যালোচনা বৈঠকে করেন মুখ‌্যসচিব মনোজ পন্থ। নবান্ন সূত্রে খবর, বৈঠকে পথশ্রী প্রকল্পের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেন মুখ্যসচিব। এই প্রকল্পে রাজ্যে প্রায় ৯ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করবে রাজ‌্য সরকার। গ্রামীণ রাস্তা সারাই ও নির্মাণের ক্ষেত্রে সমস্ত কাজ যাতে নির্দিষ্ট করে দেওয়া গাইডলাইন অনুযায়ী হয়, তার জন‌্য কড়া ব‌্যবস্থা নিচ্ছে নবান্ন। সূত্রের খবর, কাজ যথাযথ হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে জেলায় যাবে বিশেষ দল। দলের সদস‌্যরা রাস্তা নির্মাণের অগ্রগতির পাশাপাশি অন‌্যান‌্য বিষয়গুলিও নজরে রাখবেন। পাশাপাশি জেলাশাসকরা রাস্তার গুণমানের দিকেও কড়া নজর রাখবেন। রাস্তা নির্মাণে জমি পেতে যাতে সমস্যা না হয়, তাও দেখবেন জেলাশাসকরা।

    এদিন নবান্নে একাধিক প্রকল্প নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ‌্যসচিব। বৈঠকে পর্যালোচনা করা হয় জলস্বপ্ন, ১০০ দিনের কাজের জবকার্ড-সহ বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়েও। পথশ্রীর পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সূত্রের খবর, বাংলার বাড়ি প্রকল্পে ডিসেম্বরে ১৬ লক্ষ পরিবার বাড়ি তৈরির টাকা পাবে। তার আগে প্রাপকদের তালিকা ফের যাচাই করতে হবে। নবান্ন সূত্রে খবর, বৈঠকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরকে আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে তালুকা যাচাইয়ের কাজ সেরে ফেলার নির্দেশ দেন মুখ‌্যসচিব। বিশেষ করে যাদের নাম বাদ গিয়েছে সেগুলি পুনরায় যাচাই করে দেখতে বলা হয়েছে। সূত্রের খবর, ডিসেম্বরের শেষ সপ্তাহে মুখ‌্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পের টাকা উপভোক্তাদের হাতে তুলে দিতে পারেন। তার আগে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে নির্দেশ দিয়েছে নবান্ন।

    রাজ‌্যজুড়ে এই মুহূর্তে এসআইআর-এর কাজ চলছে। সেই কাজ চললেও যাতে উন্নয়নমুখী কোনও প্রকল্পের কাজ আটকে না থাকে, তা দেখতে জেলাশাসকদের নির্দেশ দেন মুখ‌্যসচিব। যেহেতু সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই কেন্দ্রকে ১০০ দিনের কাজের টাকা দিতে নির্দেশ দিয়েছে। নবান্ন মনে করছে, কেন্দ্র যে কোনওদিনই কাজ শুরু করতে সবুজ সঙ্কেত দিতে পারে। সেই ছাড়পত্র পাওয়ার পরই দ্রুত যাতে কাজ শুরু করে দেওয়া যায়, তার জন‌্য যাবতীয় প্রস্তুতি আগে থেকেই সেরে রাখতে চায় রাজ‌্য। সেই মতো ব‌্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। মুখ্যসচিব এদিন জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন, জবকার্ড হোল্ডারদের ই-কেওয়াইসি আপডেট করার কাজ শেষ করে ফেলতে হবে। পাশাপাশি জবকার্ড হোল্ডারদের ডাটাবেস তৈরির কাজও শেষ করতে হবে। সাত দিনের মধ্যে সকলের জবকার্ডের সঙ্গে আধার লিঙ্ক সম্পূর্ণ করে ফেলতে হবে। এদিনের বৈঠকে সেই নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)