• সংসদে শীতকালীন অধিবেশন শুরু ১ ডিসেম্বর, নজরে কোন কোন ইস্যু?
    এই সময় | ০৮ নভেম্বর ২০২৫
  • সরকারের প্রস্তাবে সম্মতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে ১ ডিসেম্বর এবং তা শেষ হবে ১৯ ডিসেম্বর। শনিবার (৮ নভেম্বর) এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।

    তিনি এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে বলেন, ‘সরকারের প্রস্তাবে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংসদে শীতকালীন অধিবেশন শুরু হবে ১ ডিসেম্বর এবং তা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। গঠনমূলক এবং অর্থবহ অধিবেশনের প্রত্যাশা করছি যা গণতন্ত্রকে আরও মজবুত করবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে।’ ১৯ দিনে অধিবেশন সম্পন্ন করার বিষয়টি নিয়ে অসন্তোষ বিরোধী শিবিরের একাংশের মধ্যে। ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে এটি উল্লেখযোগ্য ভাবে সংক্ষিপ্ত সময়ের শীতকালীন অধিবেশন হতে চলেছে, দাবি বিরোধীদের।

    বিহার নির্বাচনের ঠিক পরে অনুষ্ঠিত হতে চলেছে শীতকালীন অধিবেশন। একাধিক ইস্যু উঠতে পারে অধিবেশনে, দাবি ওয়াকিবহাল মহলের। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে সরব হওয়ার পাশাপাশি হরিয়ানা এবং মহারাষ্ট্রে ভুয়ো ভোটার-এর অভিযোগ ইস্যুতেও সুর চড়াতে পারেন বিরোধীরা।

    সংসদে শেষ অধিবেশন হয়েছিল ২১ জুলাই থেকে ২১ অগস্ট পর্যন্ত। সেই সময়ে উচ্চ এবং নিম্নকক্ষ মিলিয়ে মোট ১৫টি বিল পাস হয়েছিল। এই অধিবেশনে ১২৯তম এবং ১৩০তম সংবিধান সংশোধনী বিল পেশ করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ১৩০তম সংবিধান সংশোধনী বিল অনুযায়ী, কোনও মন্ত্রী গুরুতর কোনও অভিযোগে ৩০ দিনের বেশি জেলে থাকলে তাঁদের পদ ছাড়তে হবে। এই বিলের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা।

  • Link to this news (এই সময়)