• SIR আবহে বিশেষ কমিটি গড়লেন অভিষেক, মৃতদের অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন নেতারা
    এই সময় | ০৮ নভেম্বর ২০২৫
  • এখনও অবধি স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR আতঙ্কে ১৬ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। ২০০২ সালের SIR-এ যাঁদের নাম নেই, আতঙ্ক বাড়ছে তাঁদের মধ্যে। এই আবহে এ বার বিশেষ টিম গঠন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতাদের নিয়ে এই বিশেষ কমিটি তৈরি করা হয়েছে। SIR আতঙ্কে যাঁদের মৃত্যু হয়েছে, অভিষেকের নির্দেশে তৈরি কমিটির নেতারা তাঁদের বাড়ি যাবেন। পরিবারের সঙ্গে কথা বলবেন। প্রয়োজনীয় সহযোগিতা করবেন। পুরোটাই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে।

    ৪ নভেম্বর, যে দিন থেকে বাড়ি বাড়ি গিয়ে BLO-রা এনিউমারেশন ফর্ম ফিলআপ পর্ব শুরু করেছেন, সে দিনই পথে নেমেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের নেতা-কর্মীরা। কলকাতায় মহামিছিল শেষে জোড়াসাঁকোয় সভা থেকে অভিষেক এই SIR প্রক্রিয়ার সমালোচনা করে বলেছিলেন, ‘আগে মানুষ সরকারকে বাছত, আজ সরকার বেছে নিচ্ছে ভোটার।’

    একই সঙ্গে SIR আতঙ্কে পর পর এ ভাবে মৃত্যুর ঘটনায় তোপ দেগে অভিষেক জানিয়েছিলেন, একজন যোগ্য ভোটারকেও বাংলাছাড়া করা যাবে না। প্রয়োজনে দিল্লি যাবেন। গত নির্বাচনগুলিতে বার বার বিজেপি বাংলায় মুখ থুবড়ে পড়ায়, প্রতিশোধস্পৃহা থেকে এ ভাবে তারা SIR-কে হাতিয়ার করেছে বলেও কটাক্ষ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এ বার মানুষের পাশে থাকতে গড়ে দিলেন বিশেষ কমিটি।

    আজ থেকেই বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন এই কমিটির সদস্যরা। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে প্রদীপ করের বাড়িতে যাবেন সাংসদ সামিরুল ইসলাম ও সাংসদ পার্থ ভৌমিক। টিটাগড়ে যাবেন মন্ত্রী শশী পাঁজা ও ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য। ডানকুনিতে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সুদীপ রাহা। হুগলিতে জয়া দত্ত, উলুবেড়িয়ায় অরূপ চক্রবর্তী। হুগলি ও উলুবেড়িয়ায় একজন করে স্থানীয় নেতাও থাকবেন।

  • Link to this news (এই সময়)