মাঝ নদীতে উল্টে গেল ডিঙি নৌকা। সেই নৌকায় সওয়ার তিন জন পুরুষ সাঁতরে চরে উঠলেও নদীতে তলিয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। শুক্রবার রাতে মালদার চাঁচোল ১নং ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সূত্রের খবর, জগন্নাথপুর ঘাট থেকে একটি ডিঙি নৌকায় চেপে মহানন্দা নদী পেরোচ্ছিলেন তিন জন পুরুষ এবং এক জন মহিলা। হঠাৎ স্রোতের তোড়ে তলিয়ে যায় নৌকাটি। তিন জন পুরুষ সাঁতার কেটে নিরাপদ জায়গায় পৌঁছে গেলেও তলিয়ে যান ওই মহিলা যাত্রী।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় মালদার চাঁচল থানার পুলিশ। শনিবার সকাল থেকেই পুলিশ সিভিল ডিফেন্সের স্পিডবোড নামিয়ে নদীতে তল্লাশি চালায়। ঘণ্টা খানেকের মধ্যে উদ্ধার হয় তলিয়ে যাওয়া মহিলার দেহ। তাঁকে নদী থেকে তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, মহিলার নাম রানি সাহা। তাঁর বাড়ি উত্তর দিনাজপুর জেলার মুকুন্দপুর গ্রামে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে উত্তর দিনাজপুর এবং মালদা এই দুই জেলার নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে। প্রসঙ্গত, বিগত কয়েক বছর আগে এই জগন্নাথপুর ঘাটে নদী পারাপার করতে নৌকোডুবিতে প্রাণ হারিয়েছিলেন দুই জেলার বেশ কয়েকজন বাসিন্দা। সেই দুর্ঘটনার পর থেকেই এই ঘাট বন্ধ করে দেওয়া হয়েছিল। তার পরেও সেখান থেকে কী ভাবে নৌকা ছাড়া হলো, তা নিয়ে উঠছে প্রশ্ন।