• খুলছে না নতুন ওয়েবসাইটও, SSC Result দেখতে গিয়ে নাজেহাল চাকরিপ্রার্থীরা
    আজ তক | ০৮ নভেম্বর ২০২৫
  • শুক্রবার রাত ৮টা নাগাদ প্রকাশিত হয়েছিল SSC-র একাদশ এবং দ্বাদশ শ্রেণির ফল। অথচ শত চেষ্টা করেও রাত পর্যন্ত SSC-র ওয়েবসাইট খোলেনি। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, যেহেতু একসঙ্গে প্রচুর সংখ্যক পরীক্ষার্থী নিজেদের রেজাল্ট চেক করার চেষ্টা করছিলেন, তাই সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। কিন্তু শনিবার সকালে ওয়েবসাইট খুললেও দীর্ঘ সময় লাগায় রেজাল্ট দেখতে ব্যর্থ হন অধিকাংশই। ক্ষোভ উগরে দেন পরীক্ষার্থীরা। শেষ পর্যন্ত তড়িঘড়ি নতুন ওয়েবসাইট খুলে ফেলল SSC। নতুন ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে চেক করা যাচ্ছে SSC একাদশ-দ্বাদশ শ্রেণির রেজাল্ট?

    সুপ্রিম কোর্টের নির্দেশে গত এপ্রিলে খারিজ হয় ২০১৬ সালের SSC-র প্রায় ২৬ হাজার শিক্ষক–শিক্ষাকর্মীর নিয়োগ। এর মধ্যে শিক্ষকের সংখ্যা ছিল ১৭ হাজার ২০৬। তাঁদের মধ্যে ‘টেন্টেড’রা বাদ দিয়ে কেউ একাদশ–দ্বাদশ, কেউ নবম–দশম এবং কেউ দু’টি স্তরেই শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় বসেছিলেন। ফলে তাঁদের ভাগ্য নির্ধারণ হবে এই রেজাল্টের উপরেই। তাঁরা অধিকাংশই এখনও পর্যন্ত নিজেদের রেজাল্ট দেখতে না পেয়ে দুশ্চিন্তায় পড়ে যান। ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকদের অনেকেরই ভবিষ্যৎ জড়িয়ে এই ফলের সঙ্গে। 

     
  • Link to this news (আজ তক)