'৫০০ টাকা করে দিলেই...', বাংলাদেশি রোহিঙ্গা ধরার উপায় বললেন শুভেন্দু
আজ তক | ০৮ নভেম্বর ২০২৫
আজ, শনিবার সকালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেছেন। তিনি বিশেষভাবে সিএসআর (SIR) প্রসঙ্গে মন্তব্য করেছেন এবং সরকারের কর্মপ্রণালী ও শরণার্থী নীতিকে কেন্দ্র করে তৃণমূলের দ্বিচারিতা, হুমকি-ধমক এবং অসহযোগিতার দিকে আঙুল তুলেছেন।
শুভেন্দু বলেন, 'মুখ্যমন্ত্রী ভবানীপুর বা কলকাতায় দাঁড়িয়ে যা বলেন, এয়ারপোর্টে গিয়ে তার বক্তব্যগুলো পরিবর্তন করেন। এই দ্বিচারিতা মানুষ দেখছে। মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল। ২০১৯ সালে সিএএ বিরোধিতার সময়ও মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আগুন জ্বালিয়েছিলেন।'
শুভেন্দু অধিকারী এদিন হিন্দু শরণার্থীদের রক্ষা করারও প্রতিশ্রুতি দেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের নোটিফিকেশনের মাধ্যমে হিন্দু শরণার্থীরা নিরাপদে থাকার সুযোগ পাচ্ছেন। 'গতকাল আমরা একটি জনস্বার্থ মামলা করেছি। এতে জানতে চাওয়া হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কতজন হিন্দু শরণার্থীদের জেলে রাখা হয়েছে। আমরা সবাইকে জেল থেকে মুক্ত করব।'
রোহিঙ্গা প্রসঙ্গেও শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন। তিনি বলেন, 'বাংলাদেশি রোহিঙ্গা খুঁজতে বেশি পরিশ্রম করতে হবে না। প্রতি রোহিঙ্গা পিছু ৫০০ টাকা করে দিলেই তৃণমূলের লোকজনই সব রোহিঙ্গা ধরিয়ে দেবে।'