ডিসেম্বরে বসছে সংসদের শীতকালীন অধিবেশন, দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু
বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
নয়াদিল্লি, ৮ নভেম্বর: আগামী ১ ডিসেম্বর থেকে বসছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। আজ, শনিবার এমনটাই জানিয়েছেন সংসদবিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। শীতকালীন অধিবেশন ডাকার বিষয়ে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরেই এই সিদ্ধান্ত বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। মোদি জমানায় এটি সবচেয়ে কম সময়ের শীতকালীন অধিবেশন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, এই অধিবেশনে একাধিক বিল পাশ করাতে পারে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে উল্লেখযোগ্য হল- ১২৯তম সাংবিধানিক সংশোধনী বিল, যেটির বিষয়বস্তু হল, লোকসভা ও সব রাজ্যের বিধানসভার ভোট একসঙ্গে সংগঠিত করা। অর্থাৎ এক দেশ এক ভোটের প্রথম পদক্ষেপ বলা চলে। এছাড়াও রয়েছে ১৩০তম সাংবিধানিক সংশোধনী বিল।এই বিলের বিষয়বস্তু হল ৩০দিন বা তার বেশি সময়ে কোনও মন্ত্রী জেলে থাকলে তাঁদের সেই পদ থেকে সরিয়ে দেওয়া যাবে। এছাড়াও ব্যাংক সংক্রান্ত একটি বিল ও জন বিশ্বাস বিলও এই অধিবেশনে পাশ করাতে পারে কেন্দ্রের এনডিএ সরকার। তবে শীতকালীন অধিবেশন চালানো খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ এসআইআর নিয়ে ক্ষুব্ধ বিরোধী জোট ইন্ডিয়া। গোটা ইশ্যুতে কেন্দ্রকে চেপে ধরতে পারে বিরোধী শিবির। গত বছরের শীতকালীন অধিবেশন বসেছিলে নভেম্বরের ২৫ থেকে ডিসেম্বরের ২০ তারিখ পর্যন্ত। যাতে লোকসভায় ২০টি সভা ডাকা হয়েছিল। রাজ্যসভায় ডাকা হয়েছিল ১৯টি সভা।