নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দুর্ঘটনার কবলে তৃণমূলের সংখ্যালঘু সেলের জলপাইগুড়ি জেলা সভাপতি মিজানুর রহমানের গাড়ি। গতকাল, শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ বীরপাড়া চৌপথি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তৃণমূল নেতার গাড়িকে পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। এমনটাই অভিযোগ। এর জেরে তৃণমূল নেতার গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। অল্পের জন্য রক্ষা পান মিজানুর রহমান। ঘটনার তদন্তে নেমেছে বীরপাড়া থানার পুলিশ। ঘাতক ও দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু'টিকেই থানায় নিয়ে গিয়েছে পুলিশ।এই বিষয়ে মিজানুর রহমান জানিয়েছেন, ‘আলিপুরদুয়ারের কুমারগ্রাম থেকে বৈঠক সেরে ফেরার পথে বীরপাড়া চৌপথির কাছে পিছন থেকে একটি গাড়ি সজোরে আমাদের গাড়িকে ধাক্কা মারে। এতটাই জোরে ধাক্কা লাগে যে, আমাদের গাড়িটির সামনের দিকে থাকা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায়। চালক সহ গাড়িতে আমরা ছ’জন ছিলাম। দুর্ঘটনার পরই আমি গাড়ি থেকে নেমে পড়ি। কেন এভাবে পিছনের গাড়িটি আমাদের গাড়িকে ধাক্কা মারল বুঝতে পারছি না। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না তাও বুঝতে পারছি না। তবে কপাল জোরে রক্ষা পেয়েছি।’