ডেথ সার্টিফিকেটের জন্য মৃত মহিলার আধার ও ভোটার কার্ড চাইতেই দেহ হাসপাতালে ফেলে চলে গেল পরিবারের সদস্যরা!
বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: মৃত মহিলার নথি চাইতেই দেহ ফেলে হাসপাতাল থেকে উধাও আত্মীয়স্বজনরা। মৃত মহিলার নাম সঞ্জিতা বিবি(৪২)। এসআইআরের আবহে মৃত মহিলার দেহ হাসপাতালে ফেলে রেখে যাওয়ার এই ঘটনায় সন্দেহ দানা বেঁধেছে। ওই মহিলা কি তাহলে বাংলাদেশি? আজ, শনিবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। কর্তৃপক্ষ জানিয়েছে ,গত ৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ওই মহিলাকে ভর্তি করেন পরিবারের সদস্যরা। হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। যদিও শেষরক্ষা হয়নি তার।গতকাল, শুক্রবার রাতে মৃত্যু হয় ওই মহিলার। মৃতার বাড়ি আলিপুরদুয়ারের দমনপুরে। মৃতার আত্মীয় হিসেবে হাসপাতালে জাভেদ আলির নাম জমা দেওয়া হয়েছিল। দেওয়া হয় ফোন নম্বরও। মৃতার ডেথ সার্টিফিকেট ইশ্যুর সময়ে নথি হিসেবে হাসপাতালের তরফে যখন ভোটারকার্ড ও আধারকার্ড চাওয়া হয় তখনই ঘটে বিপত্তি। মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যায় পরিবারের সদস্যরা। এই বিষয়ে হাসপাতালের সুপার পরিতোশ মণ্ডল বলেন, মৃতার ডেথ সার্টিফিকেটের জন্য ভোটার ও আধার কার্ড চাওয়া হয়। কিন্তু সেই নথি চাইলে মৃতার পরিবারের সদস্যরা উধাও হয়ে যায়। তাঁরা একটি ফোন নম্বর দিলেও সেটি এখন সুইচড অফ বলছে। আপাতত হাসপাতালের মর্গে মৃত মহিলার দেহটি রেখে দেওয়া হয়েছে।