জলপাইগুড়িতে কমিউনিটি হলে ও পাড়ার মোড়ে বেঞ্চ পেতে ইনিউমারেশন ফর্ম বিলির অভিযোগ এক বিএলও’র বিরুদ্ধে
বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নির্বাচন কমিশনের নির্দেশ উপেক্ষা করে ফের জলপাইগুড়িতে কমিউনিটি হলে ও পাড়ার মোড়ে বেঞ্চ পেতে বসে ইনিউমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠল। জলপাইগুড়ি ২ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর কলোনি ভাটাখানা এলাকায় প্রকাশচন্দ্র মজুমদার নামে এক বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি না গিয়ে এক জায়গায় জটলা করে ইনিউমারেশন ফর্ম বিলি করছেন বলে অভিযোগ। গতকাল, শুক্রবার রবীন্দ্রনগর কলোনি এলাকায় একটি কমিউনিটি হলে বসে ফর্ম বিলি করেন তিনি। এনিয়ে বাসিন্দাদের একাংশ আপত্তি জানান।তারপরও আজ, শনিবার তৃণমূলের বিএলএকে সঙ্গে নিয়ে ওই বিএলওকে পাড়ায় বেঞ্চ পেতে বসে ফর্ম বিলি করতে দেখা যায়। এনিয়ে বিএলওর সাফাই, বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে। কিন্তু বাড়িতে লোকজন পাওয়া যাচ্ছে না। সেই কারণে আশপাশের কয়েকটা বাড়ির সদস্যদের খবর দিয়ে এক জায়গায় বসে ইনিউমারেশন ফর্ম বিলির কাজ করা হচ্ছে। এতে সুবিধা হচ্ছে। ওই বিএলওর দাবি, নির্বাচন কমিশনের গাইড লাইনে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির কথা বলা হয়েছে। কিন্তু ফিল্ডে কাজ করতে গিয়ে সেই গাইড লাইন অক্ষরে অক্ষরে মানা সম্ভব হচ্ছে না। তৃণমূলের বিএলএ রাজদীপ ঘোষাল অবশ্য বিএলওর পক্ষেই কথা বলেছেন। তাঁরও দাবি, ঠিকভাবেই কাজ চলছে। কোনও অসুবিধা হচ্ছে না। প্রসঙ্গত, এর আগে জলপাইগুড়িতে তিস্তার বাঁধের উপর চেয়ার টেবিল পেতে বসে এক বিএলওকে ফর্ম বিলি করতে দেখা যায়। যার ফলে তাঁকে শোকজ করেছিল জেলা প্রশাসন।