• চেন্নাইয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বাংলার দুই পরিযায়ী শ্রমিকের
    দৈনিক স্টেটসম্যান | ০৮ নভেম্বর ২০২৫
  • ভিনরাজ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বাংলার দুই পরিযায়ী শ্রমিকের। চেন্নাইয়ের একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন বীরভূমের বাসিন্দা ওই দুই শ্রমিক। গত ৩১ অক্টোবর এই দুর্ঘটনায় আহত দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে বীরভূমে শ্রমিকদের পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছায়।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও রাজ্য সরকারের তৎপরতায় শ্রমিকদের মৃতদেহ বীরভূমে আনার চেষ্টা করা হচ্ছে। দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে প্রশাসন। শনিবার মৃত পরিযায়ী শ্রমিকদের বাড়ি গিয়েছিলেন তৃণমূল নেতা কাজল শেখ।

    মাসখানেক আগে কাজের সূত্রে চেন্নাইয়ে যান দুই পরিযায়ী শ্রমিক। চেন্নাইয়ের তিরুভাল্লার জেলায় একটি কাগজের কারখানায় কাজ করতেন তাঁরা। গত ৩১ অক্টোবর ওই কাগজের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে আহত হন বীরভূমের দুই পরিযায়ী শ্রমিক।

    চিকিৎসার জন্য দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন দুই শ্রমিক। কিন্তু বেশ কয়েকদিনের ব্যবধানে ওই দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে শ্রমিকদের বাড়িতে যান বীরভূমের জেলা পরিষদের সভাপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

    তিনি বলেছেন, ‘প্রশাসনের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার জন্য যা যা করা সম্ভব, করা হবে। ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় মৃত শ্রমিকদের পরিবারের জন্য বাড়ি বরাদ্দ হয়েছে।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)