• ‘ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন মোদি’, জেন জি-কে বোঝাতে চান রাহুল, বিজেপি বলছে, ‘উসকানি’
    প্রতিদিন | ০৮ নভেম্বর ২০২৫
  • বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: নির্বাচন কমিশনের প্রত্যক্ষ মদতে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়ে বিভিন্ন রাজ্যে ভোটে জিতেছে গেরুয়া শিবির। লোকসভা ভোট ছাড়াও হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভার ভোটে ভুয়ো ভোটারের সাহায্যেই রাজ্য দখল করেছে বিজেপি। বারবার এমনই অভিযোগ করে আসছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

    সম্প্রতি হরিয়ানায় ভুয়ো ভোটারের প্রমাণ দিতে গিয়ে ব্রাজিলীয় এক মডেলের উদাহরণ টেনে আনেন তিনি। হরিয়ানার বাইশটি বুথে ওই ব্রাজিলীয় মডেলের ভোট রয়েছে বলে অভিযোগ করেন। বিজেপি যে ভুয়ো ভোটারের সাহায্যেই ভোটে জিতছে তা তরুণ প্রজন্ম অর্থাৎ জেন জি-কে জানাতে চান বলেও জানান রাহুল। অন্যদিকে যে ব্রাজিলীয় তারকার উদাহরণ দেন রাহুল, তিনি কখনওই ভারতে ভোট দিতে আসেননি। যে ভোটারের বদলে ওই ব্রাজিলীয় মডেলের ছবি দেওয়া হয়েছিল তিনি তিন বছর আগেই মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। ভুয়ো ভোটার এবং নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিগত কয়েক মাসে একাধিকবার সরব হয়েছেন রাহুল গান্ধী।

    সম্প্রতি তিনি দাবি করেন, কর্নাটক, হরিয়ানায় লক্ষ লক্ষ ভুয়া ভোটারের ভোটে জিতেছে বিজেপি। এবার রাহুল আরও এক ধাপ এগোলেন। সরাসরি নিশানায় নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ‘ভোট চুরি করেই প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি’- এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। রাহুলের দাবি, গত বছর হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিজেপি ব্যাপক ভোট কারচুপি করেছে। সেই অভিযোগকে তিনি তুলনা করেছেন ‘হাইড্রোজেন বোমা’র মতো বিস্ফোরক বলে! একই সঙ্গে রাহুল বলেন, “আমরা দেশের তরুণ প্রজন্মকে অর্থাৎ জেন জি-কে দেখাব, কীভাবে বিজেপি ‘ভোট চুরি’-র মাধ্যমে ক্ষমতায় এসেছে। মোদি প্রধানমন্ত্রী হয়েছেন চুরি করা ভোটে।” রাহুলের দাবি, হরিয়ানার মোট ২ কোটি ভোটারের মধ্যে প্রায় ২৫ লক্ষ ভোটই ভুয়া। অর্থাৎ, প্রতি আটজনের মধ্যে একজন ভোটার নকল, প্রায় ১২.৫ শতাংশ। গত বুধবার সাংবাদিক বৈঠকে একটি প্রেজেন্টেশন দেখিয়ে তিনি বলেছিলেন, “এটা কোনও নির্বাচন নয়, পুরোপুরি চুরি।” তিনি আরও বলেন, “আমি প্রমাণ-সহ অভিযোগ করেছি ভুয়ো ভোট, ভুয়ো ছবি নিয়ে কিন্তু নির্বাচন কমিশন চুপ। বিজেপিকে ওরা শুধু রক্ষার চেষ্টা করছে, কিন্তু অভিযোগগুলি অস্বীকার করছে না।”

    কংগ্রেস সাংসদের এই অভিযোগ ঘিরে ফের তীব্র রাজনৈতিক তর্ক শুরু হয়েছে। বিজেপি অবশ্য গোটা অভিযোগকেই ‘মিথ্যে’ বলে উড়িয়ে দিয়েছে। দলের মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীর কটাক্ষ, “রাহুল গান্ধী ভারতের গণতন্ত্রের জন্য বিপজ্জনক মানুষ। সংবিধানের প্রতি হুমকি তিনি। ইচ্ছাকৃতভাবে মিথ্যে বলে গণতান্ত্রিক আস্থাকে ধ্বংস করছেন।” হরিয়ানা নিয়ে রাহুলের সাম্প্রতিক দাবি, অন্তত ২৫ লক্ষ ভুয়ো ভোটারের নাম ঢোকানো হয়েছে তালিকায়। শুধু তা নয়, এক মহিলার ছবি ব্যবহার করে অন্তত ২২ বুথে ভোটার আইডি বানানো হয়েছে। কোথাও তাঁর নাম সীমা, কোথাও সুইটি। আর সব বুথেই তিনি ভোট দিয়েছেন। পরে জানা যায়, এই মহিলা আসলে ব্রাজিলিয়ান মডেল।
  • Link to this news (প্রতিদিন)