‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে বড় পদক্ষেপ, একযোগে ৪টি নতুন বন্দে ভারতের সূচনা যোগীরাজ্যে
প্রতিদিন | ০৮ নভেম্বর ২০২৫
হেমন্ত মৈথিল, লখনউ: শনিবার বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন। এটি দেশের রেল ব্যবস্থায় এক বড় নজির। এখন থেকে নতুন চারটি রুটে এই ট্রেনগুলি চলবে। এই রুটগুলি হল— বেনারস-খাজুরাহো, লখনউ-সাহারানপুর, ফিরোজপুর-দিল্লি এবং এর্নাকুলাম-বেঙ্গালুরু।
প্রধানমন্ত্রী মোদি জানান, উন্নত দেশগুলির অর্থনৈতিক উন্নতির প্রধান কারণ তাদের পরিকাঠামো। ভারতও এখন উন্নয়নের পথে দ্রুত হাঁটছে। তিনি বলেন, ‘বন্দে ভারত, নমো ভারত ও অমৃত ভারত ট্রেনগুলি ভারতীয় রেলের নতুন প্রজন্ম।’ বন্দে ভারত ট্রেন এখন বিদেশিদেরও দৃষ্টি কেড়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, তীর্থস্থান হিসেবে উত্তরপ্রদেশে বড় উন্নয়ন এসেছে। গত বছর ১১ কোটির বেশি পুণ্যার্থী কাশী বিশ্বনাথ দর্শন করেন। রাম মন্দির নির্মাণের পর ৬ কোটির বেশি মানুষ অযোধ্যায় এসেছেন। এই পুণ্যার্থীরা রাজ্যের অর্থনীতিতে হাজার হাজার কোটি টাকা সহায়তা করেছেন। হোটেল, পরিবহন, শিল্পী ও নৌকাচালকদের রোজগার হচ্ছে। এতে নতুন কর্মক্ষেত্র তৈরি হয়েছে।
বারাণসীতেও দ্রুত এই উন্নয়ন দেখা যাবে। এখানে ভালো হাসপাতাল, রাস্তা, গ্যাস পাইপলাইন ও ইন্টারনেট সংযোগ তৈরি হচ্ছে। স্বাস্থ্য পরিষেবাও অনেক উন্নত হয়েছে। আগে শুধু বিএইচইউ হাসপাতালই ভরসা ছিল। এখন ক্যানসারের জন্য মহামানা হাসপাতাল এবং চোখের জন্য শঙ্করা নেত্রালয় তৈরি হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের কারণে বহু গরিব মানুষ উপকৃত হচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, কাশী এখন এই পুরো অঞ্চলের ‘স্বাস্থ্য রাজধানী’ হিসাবে পরিচিত। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।