• সংসদের শীতকালীন অধিবেশনের দিনক্ষণ জানাল সরকার, নজরে একাধিক গুরুত্বপূর্ণ বিল
    প্রতিদিন | ০৮ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গে SIR প্রক্রিয়া যখন মধ্যগগনে তখনই সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু শনিবার শীতকালীন অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করেছেন। তাৎপর্যপূর্ণভাবে এই অধিবেশন মোদি জমানার অন্যতম ছোট অধিবেশন হতে চলেছে।

    শনিবার এক্স হ্যান্ডেলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানালেন, আগামী ১ ডিসেম্বর শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইতিমধ্যেই সরকারের প্রস্তাবে সায় দিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে এবারের শীতকালীন অধিবেশন মাত্র ১৯ দিনের রাখা হয়েছে। যা মোদি জমানার অন্যতম ক্ষুদ্র পূর্ণাঙ্গ অধিবেশন। আসলে সাম্প্রতিক অতীতে সংসদের কোনও অধিবেশনেই শাসক-বিরোধী ঐক্যমত হয়ে সুষ্ঠুভাবে সংসদে চালায়নি। যার ফলে সংসদে কাজের কাজ তেমন হয়নি। অহেতুক মানুষের করের অর্থের অপচয় হয়েছে।

    এবারের অধিবেশন ছোট হলেও একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ হতে পারে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এক দেশ এক নির্বাচন বিল। আবার প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের গদি কাড়ার সংবিধান সংশোধনী বিলও পেশ করা হতে পারে। দুটি বিলই বিতর্কিত। দুটি বিল নিয়েই উত্তাল হতে পারে সংসদের দুই কক্ষ। তাছাড়া শাসক-বিরোধী বিস্তর তর্ক-বিতর্কের সম্ভাবনাও রয়েছে। তবে এই দুটি সংবিধান সংশোধনী বিল হওয়ায় সেগুলি পাশ হওয়ার সম্ভাবনা কম।

    অন্যদিকে বিরোধীরা এই অধিবেশনকে কাজে লাগিয়ে ভোটচুরি, SIR-এর মতো ইস্যুতে সরকারকে কাঠগড়ায় তুলতে পারে। আবার রাজ্যে রাজ্যে দলিত নির্যাতন, রাশিয়ার তেল কেনা নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, এসব ইস্যুও উঠতে পারে।
  • Link to this news (প্রতিদিন)