সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুতে ফের হেনস্থার শিকার তরুণী। অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে অভিযোগ। তরুণীর দাবি, অফিস থেকে বাড়ি ফেরার সময় তাঁর গায়ে হাত দিয়েছেন অ্যাপ বাইক চালক। ওই ঘটনার ভিডিও করেছেন তরুণী। অভিযোগ পেয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ইনস্টাগ্রামের একটি পোস্টে ওই তরুণী জানিয়েছেন, বেঙ্গালুরুতে চার্চ স্ট্রিট থেকে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। নতুন শহরে বাড়ি ফেরার জন্য অ্যাপ বাইক বুক করেন তিনি। জানা গিয়েছে, বাইকে উঠে আসার সময় হঠাৎই বাইক চালক তাঁর পায়ে হাত বোলাতে শুরু করেন। ঘটনার আকস্মিকতায় বিহ্বল বাইক চালককে বার বার বারণ করা সত্ত্বেও তিনি কথা শোনেননি। নতুন শহরে রাস্তা না চেনায় তিনি ওই চালককে বাইক থামাতে বলতে পারেননি। তরুণীর দাবি, তিনি জানতেন না কোনদিকে চলছিল বাইক।
তিনি জানিয়েছেন, গন্তব্যে পৌঁছাতেই স্থানীয় এক ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করেন কী ঘটেছে। তরুণী জানিয়েছেন, ওই ব্যক্তি বাইক চালককে প্রশ্ন করলে ক্ষমা চেয়ে নেন অভিযুক্ত। ওই চালক দাবি করেন, তিনি আর কখনও এমন কাজ করবেন না। যদিও, এরপরে চলে যাওয়ার সময় ওই চালকের অশ্লীল আচরণে তিনি ফের নিরাপত্তাহীনতা ভুগছিলেন। এই ঘটনা ফের একবার বেঙ্গালুরুর মত শহরে মহিলাদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।