• জোড়া খুন রোহতকে! বাবা ও ছেলেকে গুলি করে মারল দুষ্কৃতীরা
    প্রতিদিন | ০৮ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানার রোহতকে জোড়া খুন। ভিন্ন ভিন্ন জায়গায় বাবা ও ছেলেকে গুলি করে মারল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে ভয়ংকর এই হত্যাকাণ্ড ঘটেছে রোহতকের বালিয়ানা গ্রামে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ২ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকেই এই হত্যাকাণ্ড।

    পুলিশের তরফে জানা গিয়েছে, মৃত ২ জনের নাম ধরমবীর ও তাঁর পুত্র দীপক কুমার ওরফে টিনু। সাম্পালার ডিএসপি রাকেশ কুমার বলেন, “একটি গাড়ি ও স্কুটিতে করে ৫ জন লোক ওই এলাকায় আসে। সেই সময় এক প্রতিবেশীর বাড়িতে ছিলেন দীপক প্রথমে দীপককে হত্যা করে দুষ্কৃতীরা। এরপর ধরমবীরের বাড়ি গিয়ে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে তাঁকে খুন করা হয়।” প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ব্যক্তিগত শত্রুতা থেকেই এই হত্যাকাণ্ড। রোহতকের পুলিশ সুপার সুরিন্দর সিং ভোরিয়া বলেন, “২০২৩ সালের ধরমবীরের বড় ছেলে শচীন স্থানীয় এক ব্যক্তিকে খুনে অভিযুক্ত ও জেলবন্দি। শুক্রবার জগবীর নামে মৃত ওই ব্যক্তির ভাই ও তাঁর সঙ্গীরা বালিয়ানে শচীনের বাবা ও ভাইকে খুন করে।”

    ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুজনকে গ্রেপ্তার করার সময় অভিযুক্তদের সঙ্গে পুলিশের গুলির লড়াইও চলে। যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাঁরা হলেন, হিমাংশু এবং সানি, দুজনেই বালিয়ানা গ্রামের বাসিন্দা। পুলিশ একটি দেশি বন্দুক, পিস্তল, ম্যাগাজিন এবং দুটি কার্তুজ উদ্ধার করেছে।
  • Link to this news (প্রতিদিন)