• বেঙ্গালুরুর জেলে বিলাসী জীবন ধর্ষক-চোরাচালানকারীদের! তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর
    প্রতিদিন | ০৮ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শিরোনামে বেঙ্গালুরু। এবার নজরে বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহার কেন্দ্রীয় সংশোধনাগার। কুখ্যাত কয়েদিরা ব্যবহার করছে মোবাইল ফোন, দেখছে টিভি। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

    বেঙ্গালুরুর জেলে বন্দি কুখ্যাত কয়েদিরা। কারোর সাজা আজীবন আবার কারোর ফাঁসির সাজা। এমন বন্দিদের ভিডিও চানচল্য সৃষ্টি করেছে। জানা গিয়েছে, জেলের মধ্যেই বিলাশবহুল জীবনযাপন করছেন তাঁরা। বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহার কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তায় বড় গলদের অভিযোগ উঠেছে। পাশাপাশি, বন্দিদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে কারারক্ষীদের বিরুদ্ধে। অভিযোগ, কারাগারে সিরিয়াল ধর্ষক এবং খুনি উমেশ রেড্ডি-সহ অন্যান্য কুখ্যাত বন্দিরা মোবাইল ফোন ব্যবহার এবং টেলিভিশন দেখার সুযোগ পাচ্ছেন। এই সংক্রান্ত একটি ভিডিও সামনে এসেছে।

    রেড্ডি ১৯৯৬ থেকে ২০২২ সালের মধ্যে ২০ জন মহিলাকে ধর্ষণ এবং ১৮ জনকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন। ভিডিওতে দেখা গিয়েছে তিনি কারাগারের ভেতরেই দুটি অ্যান্ড্রয়েড ফোন এবং একটি কিপ্যাড মোবাইল ব্যবহার করছেন। জেলকর্মীরা এই ঘটনা জানেন বলেও অভিযোগ করা হয়েছে। এছাড়াও তাঁর ব্যারাকে একটি টিভি সেট দেখা গিয়েছে। ২০২২ সালে তাঁর ফাসির সাজা মুকুব করা হয় মানসিক অসুস্থতার কারণে। বর্তমানে তাঁকে ৩০ বছরের সাজা দেওয়া হয়েছে।

    অন্যদিকে, রান্যা রাও-এর সনা পাচারের মামলায় গ্রেপ্তার হন তরুণ রাজু। তাকেও দেখা গিয়েছে এই ভিডিওতে। তাঁকে জেলের মধ্যে মোবাইল ব্যবহার করতে এবং রান্না করতে দেখা গিয়েছে। জেনেভায় পালানোর চেষ্টা করার সময় তরুণকে গ্রেপ্তার করা হয়। তাঁকে সোনা চোরাচালানকারী একটি দলে মূল হিসেবে চিহ্নিত করা হয়।

    কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই সব ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (প্রতিদিন)