• ফের যান্ত্রিক ত্রুটি! নির্ধারিত সময়ে উড়তেই পারল না লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান
    প্রতিদিন | ০৮ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের যান্ত্রিক ত্রুটির কবলে এয়ার ইন্ডিয়ার বিমান। মুম্বই বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ে লন্ডনের উদ্দেশে রওনাই দিতে পারল না উড়ানটি। জানা গিয়েছে, ত্রুটি মেরামতির পর বিমানটি লন্ডনের উদ্দেশে পাড়ি দেয়। কিন্তু সব মিলিয়ে লেগে যায় প্রায় ছ’ঘণ্টারও বেশি সময়।

    শনিবার ভোর সাড়ে ছ’টা নাগাদ এয়ার ইন্ডিয়ার এআই ১২৯ বিমানটির মুম্বই থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। বোর্ডিং শুরু হওয়ার কথা ছিল ৫টা ২০মিনিট নাগাদ। কিন্তু প্রাথমিকভাবে জানানো হয়, কিছুটা দেরি করে ৬টা নাগাদ শুরু হবে বোর্ডিং। কিন্তু জানা গিয়েছে, বোর্ডিং শেষ হওয়ার পর প্রায় এক থেকে দেড় ঘণ্টা বিমানের ভিতরেই বসে থাকেন যাত্রীরা। অবশেষে ঘোষণা করা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে পারবে না বিমানটি। তারপরই নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। শুরু হয় যান্ত্রিক ত্রুটি মেরামতির কাজ। অবশেষে নির্ধারিত সময়ের ছ’ঘণ্টার পর বিমানটি লন্ডনের উদ্দেশে রওনা দেয়।

    উল্লেখ্য, শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ব্যাহত হয় বিমান পরিষেবা। পিছিয়ে যায় প্রায় ৩০০-র বেশি উড়ানের সময়। যাত্রীদের পাঠানো নির্দেশিকায় জানানো হয়, এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি) ব্যবস্থায় সমস্যার কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান পরিচালনায় সমস্যা হচ্ছে। দীর্ঘক্ষণ পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
  • Link to this news (প্রতিদিন)