• দেহব্যবসায় নামাতে কলকাতা হয়ে গোয়ালিওয়র! আবাসন থেকে গ্রেপ্তার বাংলাদেশি যুবতী
    প্রতিদিন | ০৮ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  মধ্যপ্রদেশে একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার বাংলাদেশি যুবতি। তাঁকে দিয়ে জোর করে দেহ ব্যবসা করানোর অভিযোগ। অভিযোগ, গত আটমাস আগে বাংলাদেশ থেকে ভারতে ঢোকে ওই তরুণী। কলকাতা হয়ে সে মধ্যপ্রদেশের গোয়ালিওর পৌঁছন তিনি। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেই ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। হাতেনাতে গ্রেপ্তার করা হয় ওই বাংলাদেশি যুবতিকে। গ্রেপ্তার করা হয়েছে এক যুবককেও। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই যুবতির কাছ থেকে রহস্যজনক একটি নম্বর-সহ বেশ কিছু সন্দেহজনক তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। যা নিয়ে পুলিশ প্রশাসনে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, ভারতে বসে বিদেশি নম্বর ওই যুবতি কেন ব্যবহার করছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে।

    সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশের কাছে খবর আসে গোয়ালিওরের গোবিন্দপুর এলাকায় এক যুবতি ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকছেন। এরপরেই ওই ফ্ল্যাটে হানা দেয় সে রাজ্যের পুলিশ। নথি-সহ বেশ কিছু তথ্য পুলিশ চাইলে তা দিতে পারেনি বলে অভিযোগ। এরপরেই ফ্ল্যাটে তল্লাশি চালান পুলিশ আধিকারিকরা। জানা যায়, তল্লাশিতে ওই যুবতির ফ্ল্যাট থেকে বেশ কিছু বাংলাদেশি নথি উদ্ধার হয়। এরপরেই ওই যুবতিকে গ্রেপ্তার করে পুলিশ। শুধু তাই নয়, ধৃত যুবতি যে বাংলাদেশি নাগরিক তা জেরাতেও ওই মহিলা শিকার করেছে পুলিশ।

    সর্বভারতীয় খবর অনুযায়ী, ধৃত ওই মহিলা জেরায় পুলিশকে জানিয়েছে, সে বাংলাদেশের রাজধানী ঢাকার বাসিন্দা। গত আটমাস আগে এক এজেন্টের হাত ধরে ভারতে ঢোকে। এরপর কলকাতা থেকে দিল্লি এবং সেখান থেকে গোয়ালিওরে পৌঁছায় সে। সেখানে এক ব্যক্তি তাঁকে সবরকম সাহায্য করে বলেও ওই তরুণী জানিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের দাবি, পুরো ঘটনার পিছনে কোনও নেটওয়ার্ক কাজ করছে। এমনকী আন্তঃরাজ্য যোগ রয়েছে বলেও দাবি তদন্তকারীদের। ওই যুবতিকে তো বটেই, তাঁর ফ্ল্যাট থেকে ধৃত ব্যক্তিকে দফায় দফায় জেরা করছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)