• বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন কবে? বিহার নির্বাচনের মাঝেই জানালেন রাজনাথ
    প্রতিদিন | ০৮ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন নিয়ে জল্পনায় জল ঢাললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গুঞ্জন শোনা যাচ্ছিল আরএসএসের সঙ্গে মতভেদের জেরে এখনও ঝুলে রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন। তবে সে জল্পনা উড়িয়ে রাজনাথ জানালেন, বিহার বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরই বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা হয়ে যাবে।

    রাজ্যে রাজ্যে চলছে বিজেপির সভাপতি নির্বাচনের প্রক্রিয়া। এর মাধ্যমে ত্বরান্বিত হচ্ছে বিজেপির জাতীয় সভাপতির নাম ঘোষণার সম্ভাবনা। বিজেপির সংবিধান অনুসারে জাতীয় সভাপতি নির্বাচন করতে হলে গোটা দেশের যে ৩৭টি সাংগঠনিক রাজ্য রয়েছে, তার মধ্যে অন্ততপক্ষে ১৯টিতে সভাপতি নির্বাচন সম্পন্ন করতেই হবে। যা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তারপরও সর্বভারতীয় সভাপতি বেছে নিতে বিলম্ব করে চলেছে নেতৃত্ব। এই ঘটনায় জল্পনা শুরু হয়, সভাপতি বাছাই নিয়ে আরএসএসের সঙ্গে সংঘাত শুরু হয়েছে বিজেপির।

    শুক্রবার সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এই প্রশ্নের মুখে পড়েন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে এমন কোনও সংঘাতের জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে রাজনাথ বলেন, “বিজেপির সভাপতি পদ নিয়ে আরএসএসের সঙ্গে বিজেপির কোনও মতভেদ নেই। আরএসএস বিজেপির রাজনৈতিক বিষয়ে কোনও হস্তক্ষেপ করে না। আর সভাপতি নির্বাচন বিহার বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরই সম্পন্ন হবে। ফলে অযথা এই বিষয়ে জলঘোলা করার কোনও অর্থ নেই।”

    বর্তমানে বিজেপির সভাপতি পদে রয়েছেন জেপি নাড্ডা। তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে। তবে সূত্রের দাবি, বিজেপি এবার কোনও মহিলাকে সর্বভারতীয় সভাপতি করার কথা ভাবছে। তাতে সায় রয়েছে আরএসএসেরও। তবে মহিলা হওয়ার পাশাপাশি আরও দুই শর্ত পূরণ করতে হবে গেরুয়া শিবিরের হবু সর্বভারতীয় সভাপতিকে। এক, দক্ষিণ ভারতের হতে হবে। কারণ উত্তর ভারত জয়ের পর এবার গেরুয়া শিবিরের লক্ষ্য দাক্ষিণাত্য দখল। দুই, দক্ষিণের হলেও হিন্দি ভাষায় দখল থাকতে হবে। কারণ, উত্তরের রাজনীতিতে হিন্দিটা গুরুত্বপূর্ণ। এই দুই শর্ত পূরণ করে সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন জনা তিনেক প্রভাবশালী বিজেপি নেত্রী। তাঁরা হলেন, ১. নির্মলা সীতারমণ: যিনি বর্তমানে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন, ২. ডি পূর্ণেশ্বরী: বর্তমানে সাংসদ এবং অন্ধ্রপ্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি। এবং ৩. ভনথি শ্রীনিবাসন: তামিলনাড়ু বিজেপির অন্যতম মুখ। বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। বর্তমানে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য।
  • Link to this news (প্রতিদিন)