SIR আবহে বসিরহাট স্টেশনে পোস্টার! রোহিঙ্গা-অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ ছাড়ার হুমকি
প্রতিদিন | ০৮ নভেম্বর ২০২৫
গোবিন্দ রায়, বসিরহাট: এসআইআর আবহেই বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বসিরহাটে। রেল স্টেশনের প্লাটফর্মে দেখা যায় পোস্টার। সেখানে লেখা অনুপ্রবেশকারীদের দেশ ছাড়ার হুমকি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, শিয়ালদহ-হাসনাবাদ শাখার বসিরহাট রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটেছে। বসিরহাট স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে শনিবার সকাল থেকেই দেখা যায় একাধিক পোস্টার সাঁটানো রয়েছে। সেই পোস্টারে লেখা রয়েছে, ‘অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী রোহিঙ্গা মুসলিম অবিলম্বে ভারত ছাড়ো’। হুমকির নিচে লেখা, ‘প্রচারে সনাতনী যোদ্ধা, বসিরহাট জেলা।’
এই পোস্টার সকলের চোখে আসতেই চাঞ্চল্য ছড়ায় গোটা রেলস্টেশন জুড়ে। মুহূর্তের মধ্যে এই পোস্টারের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠছে কে মারলো এই পোস্টার? কখন করা হল এই কাজ? এই প্রশ্নের উত্তর নিয়ে ধন্দ্বে রয়েছে স্থানীয় বাসিন্দারাও।
পোস্টার প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গ প্রান্তের সেবা প্রমুখ ডাঃ শৌর্য্য ব্যানার্জির দাবি, ‘ভারতমাতার পুজারিই এই পোস্টার দিতে পারে। যারা অবৈধ, জেহাদি তাঁরা এই পোস্টার লাগাবে না। যারা পোস্টার লাগিয়েছে তাঁরা অবশ্যই সনাতনি যোদ্ধাই হবে।’
তিনি আরও বলেন, ‘যাঁরা পোস্টার মেরেছে তাঁরা তো ঠিকই বলেছে। যাঁরা বাংলাদেশ থেকে লুকিয়ে এদেশে এসেছে তাঁরা তো অনুপ্রবেশকারী। তাঁরা তো ভারতীয় নাগরিক নয়। তাঁদেরকে তো ভারতে থাকার অনুমতি দেওয়াই উচিত নয়। তাঁরা লুকিয়ে চুরি করে এসেছে। তাঁদেরকে তাড়িয়ে দেওয়াই উচিত।’
কিছুদিন আগেই বসিরহাট সীমান্তে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাওয়ার সময় গ্রেপ্তার হন শতাধিক অনুপ্রবেশকারী। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েকশ বাংলাদেশি ধরা পড়েছে এটা শুধুমাত্র ট্রেলার। এরকম অসংখ্য বাংলাদেশি মুসলিম রহিঙ্গা আছে। শুধু কলকাতা নয়, আশেপাশের সব জেলায় এরা ঘাঁটি গেড়ে বসে আছে। তাঁরা ভারতে ঢুকে এখানকার মানুষের রুজি রুটি নষ্ট করছে। খাদ্য, বাসস্থানে ভাগ বসাচ্ছে। এদের ভারতে থাকার কোনও অধিকার নেই।’
তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সম্পাদক কৌশিক দত্তর দাবি, ‘সনাতনি নয়, এসব শয়তানি মানসিকতা। এসআইআর নিয়ে বিজেপি রাজনৈতিকভাবে অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছে। গত কয়েকদিনে ওপার বাংলা থেকে আসা নমশূদ্র, মতুয়া সম্প্রদায়ের বহু সংখ্যালঘু মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। গত কিছু নির্বাচনে যারা বিজেপি-কে ভোট দিয়েছিলেন তারাই বলছেন, এই সময় তৃণমূল কংগ্রেস পাশে আছে এবং এবার বিজেপিকে আমরা উপযুক্ত শিক্ষা দেব।’ তিনি আরও বলেন, ‘বিজেপি যখন বুঝেছে এসআইআর বুমেরাং হচ্ছে, তাঁরা রাজনীতির অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এরাজ্যে রোহিঙ্গা বেশি নেই। শুভেন্দু যা বলছেন তা মিথ্যে।
প্রসঙ্গত, অন্যান্য জায়গার মতো বসিরহাটের সীমান্ত এলাকাতেও বিএসএফ জওয়ানরা কড়া নজরদারি চালাচ্ছেন। গত শনিবার রাতেও একইভাবে নজরদারি চালাচ্ছিলেন। সেসময় দেখা যায়, একদল নারী-পুরুষ-শিশু সীমান্ত লাগোয়া এলাকায় ঘোরাঘুরি করছেন। চাপ দিতেই জানা যায়, অনেক আগে তাঁরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে এসেছিল। দেশের বিভিন্ন জায়গায় থেকে কাজকর্ম করছিল। এসআইআর আবহে তাঁরা বাংলাদেশ ফিরে যাওয়ার চেষ্টা করছিল।