গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কাড়ল প্রাণ, চেন্নাইয়ে মৃত্যু বাংলার দুই পরিযায়ী শ্রমিকের
প্রতিদিন | ০৮ নভেম্বর ২০২৫
দেব গোস্বামী, বোলপুর: ফের ভিন রাজ্যে মৃত্যু বাংলার দুই পরিযায়ী শ্রমিকের। চেন্নাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয়েছে তাঁদের। দুই পরিযায়ী শ্রমিক বীরভূমের বাসিন্দা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
মৃত দুই পরিযায়ী শ্রমিকের নাম বাবু শেখ (২৫) ও ইউসুফ শেখ (২৬)। তাঁরা নানুর বিধানসভার দাসকলগ্রাম-কড়েয়া ২নম্বর অঞ্চলের পাটনীল গ্রামের বাসিন্দা। মাস খানেক আগে চেন্নাইয়ের তিরুভাল্লুর জেলায় একটি কাগজের ফ্যাক্টরিতে কাজ নিয়ে সেখানে যান বাবু ও ইউসুফ। ৩১ অক্টোবর ওই ফ্যাক্টরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত হন বাবু ও ইউসুফ। তাঁদেরকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই আশঙ্কাজনক ভাবে তাঁরা চিকিৎসাধীন ছিলেন। তবে শেষ রক্ষা হল না। সকালে গ্রামের বাড়িতে দুই যুবকের মৃত্যুর খবর আসে।
দুই যুবক বিবাহিত বাড়ি রয়েছে স্ত্রী, সন্তান। আর্থিকভাবে দুই শ্রমিকের পরিবার দুর্বল। দুই যুবকের মৃত্যুর খবর পাওয়ার পর পাহাড় ভেঙে পড়েছে পরিবারের মাথায়। কীভাবে সংসার চলবে শোকের আবহেও তা নিয়ে চিন্তায় সদস্যরা। এই ঘটনার খবর পাওয়ার পর শ্রমিকদের বাড়িতে যান তৃণমূল নেতা কাজল শেখ। তিনি হত দরিদ্র পরিবারকে আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন।