• বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে বিজেপি নেতাকে বেধড়ক মার! উত্তেজনা কোচবিহারে
    প্রতিদিন | ০৮ নভেম্বর ২০২৫
  • বিক্রম রায়, কোচবিহার: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগেই তপ্ত কোচবিহার। বিজেপি মণ্ডল সম্পাদককে বেধড়ক মারধরের অভিযোগ। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল তুফানগঞ্জের বলরামপুর চৌপথি এলাকায়। বিজেপির অভিযোগ, ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। যদিও এহেন অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।

    আক্রান্ত বিজেপি নেতার নাম অক্ষয় দাস। তিনি তুফানগঞ্জ বিধানসভা বিজেপি ১ নং মন্ডল সম্পাদক। শুক্রবার রাতে তুফানগঞ্জ শহর থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, বলরামপুর চৌপতির দিকে যাওয়ার সময় বেশ কয়েকজন যুবক অতর্কিতেই অক্ষয় দাসের উপর হামলা করে বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই বিজেপি নেতা। অভিযোগ, ঘটনার পিছনে শাসকদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে।

    স্থানীয় বিজেপি নেতা জুগল কিশোর দাস বলেন, ”তৃণমূলের পায়ের তলার মাটি নেই। সেই কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এহেন প্রাণঘাতী হামলা চালিয়েছে।” যদিও ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। অন্যদিকে ঘটনার তদন্ত চালাচ্ছে তুফানগঞ্জ থানার পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)