• হাসপাতালে রোগী ভর্তির পরে মদ্যপান! বেপরোয়া অ্যাম্বুল্যান্স ঢুকল দোকানে, আটক চালক-সহ ৩
    প্রতিদিন | ০৮ নভেম্বর ২০২৫
  • ধীমান রায়, কাটোয়া: রোগীকে হাসপাতালে নামিয়ে অ্যাম্বুল্যান্স চালিয়ে আসছিলেন চালক। অভিযোগ, আকন্ঠ মদ্যপ অবস্থায় ছিলেন চালক। বেপরোয়া গতিতে ওই অ্যাম্বুল্যান্স বাইক চালকদের ধাক্কা মারে! পরে রাস্তার ধারের একটি দোকানেও ঢুকে যায় বলে খবর। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। পরে ওই অ্যাম্বুল্যান্স চালক-সহ তিনজনকে পুলিশ আটক করেছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ১১৪ নম্বর জাতীয় সড়কের মাহিনগর মোড়ে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক রোগীকে নিয়ে অ্যাম্বুল্যান্স করে বর্ধমান হাসপাতালে ভর্তি করতে এসেছিল পরিবারের লোকজন। রোগী ভর্তির পর ওই অ্যাম্বুল্যান্স ফিরছিল। মাহিনগরের জাতীয় সড়কের উপর দিয়ে বীরভূমের দিকে যাচ্ছিল সেটি। চালক-সহ তিনজন গাড়িতে ছিলেন। ফেরার পথে প্রত্যেকেই মদ্যপান করেছিলেন বলে অভিযোগ। নেশাগ্রস্ত অবস্থাতেই চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন! মাহিনগর মোড়ের কাছে চালক আর গাড়িটিকে নিয়ন্ত্রণ করতে পারেননি। রাস্তা দিয়ে বাইক যাচ্ছিল। অ্যাম্বুল্যান্সটি সেই বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ।

    রাস্তার ধারেই একটি গুমটি দোকান ছিল। অ্যাম্বুল্যান্সটি ওই দোকানে এরপর ধাক্কা মারে। দোকানের ভিতরেই সেটি ঢুকে পড়ে বলে খবর। তারপরও চালক অ্যাম্বুল্যান্সটি নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন! কিন্তু গাড়িটি দুর্ঘটনায় বন্ধ হয়ে যায়। স্থানীয় লোকজন ওই অ্যাম্বুল্যান্সের চালক ও বাকিদের ধরে ফেলে। দেখা যায় তিনজনই মদ্যপ অবস্থায় রয়েছেন। গাড়ির ভিতরেও মদের বোতল পাওয়া যায়। খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। ওই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।
  • Link to this news (প্রতিদিন)