বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: পশ্চিম সিকিমে ট্রেকিংয়ে গিয়ে ঠান্ডায় গুরুতর জখম হয়ে পড়েছিলেন দুই বিদেশি পর্যটক। অক্সিজেনের অভাবে তাঁরা রাস্তাতেই আটকে পড়েছিলেন। অসুস্থ হয়ে গিয়েছিলেন তাঁদের গাইডও। সেই খবর গিয়েছিল এসএসবি জওয়ানদের কাছে। রাতের অন্ধকারে রীতিমতো অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করলেন জওয়ানরা। তাঁরা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর।
পশ্চিম সিকিমের ইউকসোম এলাকা পর্যটকদের জন্য যথেষ্ট আকর্ষণীয়। ঐতিহাসিক শহর হিসেবেও এই শহরের গুরুত্ব অপরিসীম। এটি ১৬৪২ সালে সিকিমের প্রথম রাজধানী। এখানকার খাংচেন্ডজোঙ্গা জাতীয় উদ্যান ট্রেকিংয়ের জন্য জনপ্রিয়। ইউকসোমে নরবুগাং সিংহাসনে প্রথম রাজার রাজ্যাভিষেক হয়েছিল। এখানে সিকিমের প্রাচীনতম মঠ, দুবদি মঠ রয়েছে।
জানা গিয়েছে, ৬ নভেম্বর, বৃহস্পতিবার সেই ইউকসোমে ডেল ফেরেক নামে এক ইজরায়েলের পর্যটক এক সঙ্গী ও গাইড নিয়ে ট্রেকিংয়ে গিয়েছিলেন। চুওয়াবাঞ্জান থেকে ইউকসোমের দিকে ট্রেকিং শুরু করেছিলেন তাঁরা। এদিকে সিকিমে এইসময় প্রবল ঠান্ডা রয়েছে। রাতের দিকে তাপমাত্রা হিমাঙ্কের নিচেও নেমে যাচ্ছে বলে খবর। ট্রেকিংয়ের সময় গতকাল প্রবল ঠান্ডায় ওই দুই বিদেশি পর্যটক ও তাঁদের গাইড অসুস্থ হয়ে পড়েছিলেন। অক্সিজেনের অভাবে তাঁরা আর এগোতেও পারেননি। চলাচলের শক্তিও হারিয়েছিল তাঁদের।
এদিকে রাত বাড়তে কনকনে ঠান্ডা আরও বাড়তে থাকে। পর্যটক নিখোঁজের খবর পৌঁছয় সীমান্ত সুরক্ষা বলের (এসএসবি) ৭২ ব্যাটালিয়নের কাছে। ওই ট্রেকিংয়ের পথেই তাঁরা আটকে থাকতে পারেন, এমনই মনে করেছিলেন জওয়ানরা। সীমান্ত ফাঁড়ি নয়াপতল থেকে এসএসবি জওয়ানদের একটি দল বিদেশি পর্যটকদের উদ্ধারের জন্য রওনা হয়। পথেই অসুস্থ অবস্থায় ওই তিনজনকে পাওয়া যায়। তাঁদের শ্বাস-প্রশ্বাসে প্রবল সমস্যা রয়েছে তখন। শীতে শরীর অবশ হয়ে আসছিল। দ্রুত তাঁদের উদ্ধার করে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়। পরে তিনজনকেই এসএসবি-র সীমান্ত ফাঁড়ি নয়াপতলে নামিয়ে আনা হয়। ওই তিনজনকে পরে হাসপাতালে পাঠানো হয় বলে খবর।