• পুরুলিয়া সংশোধনাগারে বিচারাধীন বন্দির মৃত্যু, খুনের অভিযোগ স্ত্রীর
    প্রতিদিন | ০৮ নভেম্বর ২০২৫
  • সুমিত বিশ্বাস, পুরুলিয়া: খুনে অভিযুক্ত এক বিচারাধীন বন্দির মৃত্যু পুরুলিয়ায়। শারীরিক অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে মৃতের পরিবারের অভিযোগ তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত দাবি তুলেছে পরিবার।

    মৃতের নাম বিক্রম আদিত্য। বয়স ৩৭। তিনি ঝাড়খণ্ডের টাটা-সোনারি এলাকার বাসিন্দা।  ২০১৯ সালে একটি খুনের মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পুরুলিয়া জেল সংশোধনাগারে বিচারাধীন অবস্থায় বন্দি ছিলেন তিনি। শুক্রবার রাতে বিক্রমের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁকে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিক্রমের মৃত্যু হয়। খবর দেওয়া হয় পরিবারকে। মৃতের স্ত্রী ও পরিবার শারীরিক অবস্থার অবনতির কথা মানতে রাজি হননি। তাঁদের দাবি, পিটিয়ে খুন করা হয়েছে আদিত্যকে।

    মৃতের স্ত্রী ভাবনা আদিত্য বলেন, “প্রথমে আমাদের কাউকে কিছু জানায়নি। সবাই বলছে রাতে কিছু খাওয়ার পর শরীর খারাপ হয়। তাতেই মৃত্যু। আমি তা মানছি না। আমার সন্দেহ আমার স্বামীকে ওরা মেরে দিয়েছে।” মৃতের জামাইবাবু অরুণকুমার সিংহের কথায়, “ওকে খুন করা হয়েছে। এই ঘটনার তদন্ত চাই। যারা এই কাজ করেছে তাদের শাস্তি চাই।”
  • Link to this news (প্রতিদিন)