সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে অনলাইনে মিলছে এনুমারেশন ফর্ম। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি শুরু করেছেন বিএলওরা। এবার অনলাইনেও মিলবে এই ফর্ম। কীভাবে পূরণ করবেন?
কমিশনের ওয়েবসাইটে (https://voters.eci.gov.in/) প্রবেশ করলে সেই ফর্ম পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটে লগইন করে (না থাকলে সাইন-আপ করতে হবে) রাজ্য বেছে নিয়ে, এপিক নম্বর দিয়ে সার্চ করলে চলে আসবে ফর্ম। কিন্তু মোবাইল নম্বরের সঙ্গে এপিক কার্ড লিঙ্ক না থাকলে ফর্ম ফিল-আপ করা যাবে না। তবে কমিশনের তরফে মোবাইল নম্বর ও এপিক নম্বর লিঙ্ক করার সুযোগ দেওয়া হচ্ছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ করার পর অনলাইনে ফিল-আপ করা যাবে এনুমারেশন ফর্ম।