• গার্ডেনরিচে ফের ‘টার্গেট’ একাকী বৃদ্ধা, বাড়িতে ঢুকে রাসায়নিক স্প্রে করে গয়না-নগদ লুট!
    প্রতিদিন | ০৮ নভেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: ফের কলকাতাতে একাকী বাড়িতে থাকা বৃদ্ধাকে টার্গেট দুষ্কৃতীদের! গভীর রাতে ওই বাড়িতে ঢুকে লুটপাট চালায় দুষ্কৃতীরা। ওই বৃদ্ধাকে কিছু রাসায়নিক স্প্রে করে অজ্ঞান করে রাখা হয়েছিল বলে অনুমান। সোনার গয়না, টাকা চুরি গিয়েছে বলে খবর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচে মেটিয়াবুরুজ থানার পাহাড়পুর রোড এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    জানা গিয়েছে, মেটিয়াবুরুজ থানার পাহাড়পুর রোড এলাকায় তিনতলা বাড়ি। ওই বাড়িতে দুই বৃদ্ধা থাকেন। বৃদ্ধা অশোকা চট্টোপাধ্যায়ের ঘরে হানা দিয়েছিল দুষ্কৃতীরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধা ভাইফোঁটার জন্য এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। সেখানেই তিনি থেকে গিয়েছিলেন। এদিকে পাহাড়পুর রোডের ওই বাড়িতে তাঁর সম্পর্কে জা আরতি চট্টোপাধ্যায় থাকছিলেন। অন্যান্য দিনের মতো রাতে নির্দিষ্ট সময়ে একতলায় নিজের ঘরে ঘুমিয়ে পড়েছিলেন আরতি। রাতে দুষ্কৃতীরা ওই বাড়িতে হানা দেয় বলে অভিযোগ। বৃদ্ধার ঘরে ঢুকে কিছু রাসায়নিক স্প্রে করা হয়েছিল! ফলে ঘুম আরও গভীর হয় বলে অনুমান। এদিকে দোতলায় বৃদ্ধা অশোকার ঘরে ঢুকে লুটপাট চালানো হয় বলে অভিযোগ।

    আলমারি ও দেরাজ খুলে দুঃসাহসিক চুরি হয়েছে বলে অভিযোগ। এদিন সকালে ওই চুরির ঘটনা বোঝা যায়। জানা গিয়েছে, মোট ৮০ হাজার টাকা নগদ, সোনার গয়না, ঠাকুরের রুপোর মুকুট চুরি গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেটিয়াবুরুজ থানার পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বৃদ্ধাকে। তিনি জানিয়েছেন, রাতে তিনি একটি ঘোরের মধ্যে ছিলেন। সাড়াশব্দ পেলেও শরীর ভারী হয়ে যাওয়ায় তিনি উঠতে পর্যন্ত পারেননি। পুলিশ ওই ঘর থেকে নমুনা সংগ্রহ করেছে। ওই রাস্তায় সিসিটিভি আছে। ওই বাড়ির উলটোদিকে থাকা দোকানেও সিসিটিভি রয়েছে। সেসব ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় বৃদ্ধা ও তাঁর আত্মীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এদিন ঘটনা জানাজানি হতে এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (প্রতিদিন)