তথ্য সঠিক থাকলে মিলবে জন্মের শংসাপত্র, ‘টক টু মেয়রে’ জানালেন ফিরহাদের
প্রতিদিন | ০৮ নভেম্বর ২০২৫
স্টাফ রিপোর্টার: নথি সঠিক থাকলে কলকাতা পুর এলাকায় যাঁদের জন্ম হয়েছে তাঁরা সবাই জন্মের শংসাপত্র পাবেন। শুক্রবার নাগরিকদের সঙ্গে ফোনে আলাপচারিতা, ‘টক টু মেয়র’-এরপর এক প্রশ্নের উত্তরে জানান মেয়র ফিরহাদ হাকিম। মেয়র বলেন, “পুরসভার নিজস্ব ওয়েবসাইট থেকেই দেখা যাচ্ছে, কোন সাল পর্যন্ত জন্মের শংসাপত্র পুরসভা দিতে পারছে। অহেতুক বিষয়টিকে ঘোলাটে করা অপ্রয়োজনীয়।”
উল্লেখ্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জন্মের শংসাপত্র নিয়ে আরটিআই করেছিলেন। ডেপুটি মেয়র অতীন ঘোষ পালটা জবাব দিয়েছিলেন। এদিন একধাপ এগিয়ে মেয়র ফিরহাদ হাকিম তীব্র কটাক্ষ করে বলেন, “কম্পিউটার খুলে একবার দেখে নিলেই তো সব স্পষ্ট হয়ে যায়। কোথায়? কখন? কতজনকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে সব উল্লেখ করা হয়েছে।”
এক প্রশ্নের উত্তরে মেয়র বলেছেন, এসআইআর কর্মসূচির জন্য পুরসভার অনেক কর্মীকে নিয়োগ করা হয়েছে। পুরসভা সূত্রের খবর, প্রায় ২৫০ পুরকর্মীকে এসআইআরের কাজে নিয়োগ করা হয়েছে। ফলে বিভিন্ন বিভাগে পুর পরিষেবায় সমস্যা হচ্ছে। এমন অবস্থা হয়েছে যে, তিন জনের কাজ একজনকে করতে হচ্ছে। অতিরিক্ত কাজ করে পুর পরিষেবা স্বাভাবিক রাখতে হচ্ছে।”