ফলপ্রকাশ এসএসসির, দেখতে গিয়ে দুর্ভোগ! নতুন ওয়েবসাইট কমিশনের
প্রতিদিন | ০৮ নভেম্বর ২০২৫
ধীমান রক্ষিত: ক্র্যাশ করেছে সার্ভার। ফলাফল দেখতে পারছেন না চাকরিপ্রার্থীরা। সেই সমস্যা মেটাতে আসরে নামল স্কুল সার্ভিস কমিশন। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে নতুন ওয়েবসাইট তৈরি করল স্কুল সার্ভিস কমিশন। wbsschelpdesk.com-এই নতুন ওয়েবসাইটে গিয়ে প্রাপ্ত নম্বর দেখতে পারবেন তাঁরা। পদ্ধতি একই থাকছে বলে জানা গিয়েছে।
পরীক্ষার আড়াই মাসের মধ্যে শুক্রবার রাতে একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফলাফল করে স্কুল সার্ভিস কমিশন। যদিও রাতেই সার্ভার ক্র্যাশ করায় পরীক্ষার্থীরা ফল দেখতে গিয়ে বিপাকে পড়েন। অল্প সময়ের জন্য ওয়েবসাইটি খুলছে বলে জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। গোটা ঘটনায় দুশ্চিতায় পড়েন তাঁরা। এরপরই তাঁদের জন্য নতুন ওয়েবসাইট খুলল কমিশন।
এবার একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগে মোট ১২ হাজার ৫১৪ শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। আবেদন করেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। মোট ৬০ নম্বরে পরীক্ষা হয়। ফলপ্রকাশ হয়েছে। এবার মেধাতালিকার ভিত্তিতে ইন্টারভিউয়ে ডাকা হবে চাকরিপ্রার্থীদের।এসএসসির এক আধিকারিক জানান, একাদশ-দ্বাদশের ৩৬টি বিষয়ের উত্তরপত্র আপলোড করা হবে ওয়েবসাইটে। এসএসসির প্রধান কার্যালয়ে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ইন্টারভিউ নেওয়া হবে এসএসসির আঞ্চলিক অফিসগুলিতে। ইন্টারভিউ পর্ব শেষ হওয়ার পর সুপারিশপত্র পাঠানো হবে মধ্যশিক্ষা পর্ষদে। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ সম্পন্ন হলে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হতে পারে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসির প্যানেলভুক্ত ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। নতুন শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে হবে ও সেই পরীক্ষায় একমাত্র যোগ্য শিক্ষক-শিক্ষিকারাই বসতে পারবেন বলে দেশের শীর্ষ আদালত জানিয়েছিল। আদালতের নির্দেশ মেনে চলতি বছরের ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের নির্বিঘ্নে পরীক্ষা নেয় এসএসসি। সেই পরীক্ষার একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফল প্রকাশিত হবে।