• ২০০২-এর ভোটার তালিকায় মা-বাবার নাম না থাকলে কী করণীয়? জানাল কমিশন
    এই সময় | ০৮ নভেম্বর ২০২৫
  • রাজ্যে SIR চালু হওয়ার পর থেকেই বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে। শুক্রবার থেকে অনলাইনেও আবেদন পূরণ করা যাচ্ছে। ২০০২ সালের ভোটার তালিকাকেই ‘বেঞ্চমার্ক’ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। সে ক্ষেত্রে কোনও ভোটারের ২০২৫-এর তালিকায় নাম না থাকলে কি এনিউমারেশন ফর্ম পাবেন? কোনও ভোটার অনলাইন ও অফলাইন– দু'টি ক্ষেত্রেই আবেদন পূরণ করলে কী হবে? স্পষ্ট করল নির্বাচন কমিশন।

    কোনও ভোটার যদি অফলাইন ও অনলাইন দুটো এনিউমারেশন ফর্মেই অ্যাপ্লাই করেন, তা হলে একটি অ্যাপ্লিকেশনকেই গ্রহণ করা হবে। দুটো অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করে থাকলেও ফর্ম বাতিল হবে না। কমিশন ম্যাপ করে একটিকেই গ্রহণ করবে।

    কোনও ২০০২-এর ভোটার তালিকায় নাম আছে, কিন্তু ২০২৫ সালের ভোটার তালিকায় নাম না থাকলে তিনি এনিউমারেশন ফর্ম পাবেন না। ‌এ ক্ষেত্রে খসড়া তালিকা বেরোনোর পরে তিনি ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারবেন।

    ২০০২ সালের ভোটার তালিকায় বাবা, মা, ঠাকুর্দা, ঠাকুমা কার‌ও নাম না থাকলে কাকা, ভাই, বোনের নথি কোনও ভোটার জমা দিতে পারেন। তবে সে ক্ষেত্রে শুনানি হবে। শুনানিতে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। কেন তালিকায় সংশ্লিষ্ট ভোটারের বাবা-মা, দাদু, দিদা, ঠাকুর্দা, ঠাকুমার নাম নেই, কেন তাঁকে কাকা, দাদা, ভাই, বোনের নাম দিতে হচ্ছে? সেটা জানাতে হবে।

    ফর্ম বিলি চালু হওয়ার পর থেকেই বিভিন্ন জেলা থেকে BLO-দের নিয়ে নানা অভিযোগ আসছিল। এ দিন BLO সম্পর্কিত অভিযোগ জানাতে হেল্পলাইন নম্বর ( 033-22310850) চালু করা হয়েছে।

  • Link to this news (এই সময়)