রবিবার দিনভর বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৬ ঘণ্টা যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেতু মেরামতির কাজের জন্যেই এই সিদ্ধান্ত। বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার কারণে কলকাতা ও হাওড়া দুই শহরেরই যান চলাচলের উপরে বড় প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। বিকল্প কোন রুটে গাড়ি চলাচল করতে পারবে? দেখে নেওয়া যাক একনজরে।
দ্বিতীয় হুগলি সেতুর রক্ষণাবেক্ষণের কাজের জন্যে সম্প্রতি বেশ কয়েকবার এই সেতু দিতে যান চলাচল বন্ধ রাখতে হয়েছে। দুই শহরের সংযোগকারী অন্যতম প্রধান সেতু বন্ধের ফলে ভুগতে হয়েছে সাধারণ যাত্রীদের। রবিবারও একই সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে মেট্রো পথে বাড়তি ভিড় হওয়ার আশঙ্কা রয়েছে।