• পুরুলিয়া সংশোধনাগারে বিচারাধীন বন্দির মৃত্যু ঘিরে চাঞ্চল্য
    দৈনিক স্টেটসম্যান | ০৯ নভেম্বর ২০২৫
  • সংশোধনাগারে বিচারাধীন বন্দির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়। সূত্রের খবর, মৃতের নাম বিক্রম আদিত্য। তাঁর বয়স ৩৭। পুলিশের দাবি, শারীরিক অসুস্থতার কারণেই বিক্রমের মৃত্যু হয়েছে। তবে বিচারাধীন বন্দির পরিবারের অভিযোগ, পিটিয়ে খুন করা হয়েছে বিক্রমকে। মৃতের আত্মীয়েরা এই ঘটনায় তদন্তের দাবি তুলেছেন। মৃতের এক আত্মীয়ের বক্তব্য, ‘আদিত্যকে খুন করা হয়েছে। এই ঘটনার তদন্ত দাবি করছি। যাঁরা এই কাজ করেছে, তাঁদের উপযুক্ত শাস্তি দিতে হবে।’

    সংশোধনাগার কর্তৃপক্ষের দাবি, শুক্রবার সন্ধ্যায় বিক্রম অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। যদিও মৃতের পরিবারের সদস্যরা সেই দাবি মানতে নারাজ। মৃতের স্ত্রী ও পরিবারের সদস্যদের দাবি, পিটিয়ে খুন করা হয়েছে আদিত্যকে। শনিবার খুনে অভিযুক্ত বিক্রমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের টাটা-সোনারি এলাকার বাসিন্দা বিক্রম আদিত্যকে ২০১৯ সালে একটি খুনের মামলায় গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকে তিনি পুরুলিয়া জেলা সংশোধনাগারে রয়েছেন। মৃতের স্ত্রী ভাবনা আদিত্য বলেন, ‘প্রথমে আমাদের কাউকে কিছু জানায়নি। সবাই বলছে, রাতে কিছু খাওয়ার পর শরীর খারাপ হয়। তাতেই মৃত্যু হয়েছে। আমার সন্দেহ, ওকে ওরা মেরে দিয়েছে।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)