কোটি কোটি টাকার সম্পত্তি, হিসাব দিতে না-পারায় গ্রেফতার কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার! কী বললেন মেয়র
আনন্দবাজার | ০৮ নভেম্বর ২০২৫
কোটি কোটি টাকার হিসাব-বহির্ভূত সম্পত্তি রয়েছে তাঁর নামে! সেই অভিযোগে এ বার গ্রেফতার হলেন কলকাতা পুরসভার অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চোঙদার। অপরাধ দমন শাখার আধিকারিকেরা তাঁকে গ্রেফতার করেন। শুক্রবার পার্থকে আদালতে হাজির করানো হয়।
সূত্রের খবর, পার্থ যা বেতন পেতেন, তার সঙ্গে তাঁর সম্পদের সঙ্গতি নেই। তাঁর নামে রয়েছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গোল্ড বন্ড এবং বিমা। শুধু তাঁর নামে নয়, তাঁর স্ত্রী এবং শ্বশুর-শাশুড়ির নামেও সম্পত্তি রয়েছে। বিভিন্ন ব্যাঙ্কে শ্বশুর-শাশুড়ির নামে অ্যাকাউন্ট খুলে কোটি টাকা জমা করেছিলেন পার্থ।
তদন্তকারী সূত্রে আরও খবর, বোলপুরে পার্থের নামে একটি বাংলো রয়েছে। পাশাপাশি কলকাতার একাধিক জায়গায় ফ্ল্যাটও কিনেছিলেন তিনি। স্ত্রীর নামে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছিলেন পার্থ। রয়েছে বিদেশযাত্রার ইতিহাসও। অনেক দিন ধরেই হিসাব-বহির্ভূত সম্পত্তির অভিযোগে কলকাতা পুরসভার আতশকাচের নীচে ছিলেন পার্থ। তাঁকে সাসপেন্ডও করা হয়েছিল। এ বার গ্রেফতার হলেন।
পার্থের গ্রেফতারির প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ বলেন, ‘‘আমরা তাঁকে সাসপেন্ড করেছিলাম। কলকাতা পুরসভার ভিজিল্যান্স বিভাগের কাছে বিষয়টি পাঠানো হয়েছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ভিজিল্যান্স বিভাগের নেই। তাই তা দুর্নীতি দমন শাখার কাছে পাঠানো হয়।’’ উল্লেখ্য, ২০২৩ সালে পার্থের বিষয়ে দুর্নীতি দমন শাখার কাছে অভিযোগ করেছিল কলকাতা পুরসভা।
ফিরহাদ আরও বলেন, ‘‘আমি মেয়রের দায়িত্ব নেওয়ার পর তিন বছর অন্তর বদলির নীতি নিয়েছিলাম। কলকাতা পুরসভায় কয়েক হাজার ইঞ্জিনিয়ার কর্মরত। সংশ্লিষ্ট বিভাগের কাছ থেকে তথ্য এলে তখন বিষয়গুলি সম্পর্কে আমি জানতে পারি। তার আগে এই বিষয় সম্পর্কে জানা আমার পক্ষে সম্ভব ছিল না।’’