• চার-পাঁচ দিন ধরে পিঠে বিঁধেছিল তির! পথকুকুরের প্রাণ বাঁচাতে বাইকে ৭০ কিমি পাড়ি পূর্ব বর্ধমানের যুবকের
    আনন্দবাজার | ০৮ নভেম্বর ২০২৫
  • পিঠের কাছে বিঁধে রয়েছে তির! চার-পাঁচ দিন ধরে ওই অবস্থাতেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল পথকুকুরটি। খবর পেয়ে বাইকে প্রায় ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এলাকায় পৌঁছে তার প্রাণ বাঁচালেন পশুপ্রেমী এক যুবক। সম্প্রতি পূর্ব বর্ধমানের আউশগ্রামে ঘটনাটি ঘটেছে। আহত সারমেয়টির অবস্থাও আপাতত স্থিতিশীল।

    জানা গিয়েছে, ওই যুবকের নাম আমির শেখ। তিনি পূর্ব বর্ধমানের ভাতারের মুরাতিপুর গ্রামের বাসিন্দা। এলাকায় পশুপ্রেমী বলেই পরিচিত তিনি। স্থানীয় সূত্রে খবর, মুরাতিপুর থেকে বেশ খানিকটা দূরে আউশগ্রামের অমরপুর এলাকায় গত কয়েক দিন ধরে তিরবিদ্ধ অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল এক পথকুকুর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক দিন আগে কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি কুকুরটিকে লক্ষ্য করে তির ছোড়েন। তিরটি কুকুরটির পিঠের কাছে গেঁথে ঝুলছিল। যন্ত্রণায় কাতর প্রাণীটি খাওয়াদাওয়াও বন্ধ করে দিয়েছিল। ওই অবস্থাতেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল সে।

    স্থানীয়েরা প্রথমে নিজেরা তিরটি বের করার চেষ্টা করলেও ব্যর্থ হন। এর পর খবর দেওয়া হয় বন দফতরে। অভিযোগ, সেখানকার কর্মীরা এসে পরিস্থিতি দেখে চলে যান। এলাকায় কোনও পশুচিকিৎসকেরও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অসহায় স্থানীয়েরা শেষমেশ ভাতারের পশুপ্রেমী আমিরের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে বাইকে চেপে প্রায় ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অমরপুরে পৌঁছোন আমির। তিনিই তিরটি সাবধানে বার করে কুকুরটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। আপাতত কুকুরটির অবস্থা স্থিতিশীল।

    আমিরের এই উদ্যোগে রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ অমরপুরের মানুষ। স্থানীয় বাসিন্দা মনোজ ঘোষের কথায়, ‘‘আমিরবাবু ঠিক সময়ে না এলে কুকুরটি হয়তো মারা যেত। ওঁর জন্যই একটা প্রাণ বাঁচল!”
  • Link to this news (আনন্দবাজার)