• রোগী ভর্তি করিয়ে মদ্যপান, দোকান ভেঙে ঢুকল অ্যাম্বুল্যান্স! জখম চার, মত্ত চালক ও সঙ্গীদের ধরল পুলিশ
    আনন্দবাজার | ০৮ নভেম্বর ২০২৫
  • বেপরোয়া গতিতে রাস্তা ছাড়িয়ে একটি দোকান ভেঙে ঢুকে পড়ল অ্যাম্বুল্যান্স। জখম হলেন কয়েক জন পথচারী। অভিযোগ, রোগী ভর্তি করিয়ে বন্ধুদের নিয়ে মদ্যপান করতে করতে অ্যাম্বুল্যান্স চালাচ্ছিলেন চালক। সব মিলিয়ে চার জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ১১৪ নম্বর জাতীয় সড়কের মাহিনগর মোড়ে।

    স্থানীয় সূত্রে খবর, ওই অ্যাম্বুল্যান্সটি বর্ধমানের হাসপাতালে রোগীকে ভর্তি করিয়ে বীরভূমের রামপুরহাটের দিকে ফিরছিল। মাহিনগর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারান অ্যাম্বুল্যান্সচালক। জয়দেব মণ্ডল, সঞ্জীব মণ্ডল প্রমুখ প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘‘অ্যাম্বুল্যান্সের চালক ও তার সঙ্গে থাকা দু’জন মত্ত অবস্থায় ছিল। একটি বাইককে পাশ কাটাতে গিয়েই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্সটি একটি দোকান ভেঙে ঢুকে পড়ে।”

    দুর্ঘটনার পরেও ওই চালক অ্যাম্বুল্যান্স চালিয়ে আবার পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। সেই সময় একের পর এক সাইকেল এবং বাইককে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি। শেষে রাস্তার ধারে একটি দোকানে ধাক্কা খেয়ে গাড়িটি বন্ধ হয়ে যায়। ওই দোকানের মালিক উদয় ঘোষ বলেন, “তিন জনেই প্রবল মত্ত অবস্থায় ছিল। অ্যাম্বুলেন্স থেকে মদের বোতলও উদ্ধার হয়েছে।”

    ওই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় দেওয়ানদিঘি থানার পুলিশ। মত্ত অবস্থায় থাকা অ্যাম্বুল্যান্সের চালক ও মালিক-সহ তিন জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটক করা হয়েছে অ্যাম্বুল্যান্সটিও। অন্য দিকে, আহত পথচারীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।
  • Link to this news (আনন্দবাজার)