মানবপাচারের তদন্তে নেমে রাজ্যের পানশালায় তল্লাশি! কোটি টাকার বেশি নগদ বাজেয়াপ্ত করল ইডি
আনন্দবাজার | ০৮ নভেম্বর ২০২৫
মানবপাচারের অভিযোগের তদন্তে নেমে কলকাতার বেশ কয়েকটি রেস্তরাঁ, পানশালায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই অভিযানে কোটি টাকারও বেশি নগদ, দামি গাড়ি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা। বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট চিহ্নিত করেছেন তদন্তকারীরা। অভিযোগ, সেগুলির মাধ্যমে বেআইনি লেনদেন হয়েছে।
মানব পাচারের অভিযোগের তদন্তে নেমে কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি পানশালায় শুক্রবার তল্লাশি চালায় ইডি। অভিযোগ ওই পানশালা, রেস্তরাঁতেই প্রাথমিক ভাবে পাচার চক্রের কাজ চলে। ইডি সমাজমাধ্যমে জানিয়েছে, ওই তল্লাশি অভিযান চালিয়ে ১.০১ কোটি টাকার নগদ এবং ডিজিটাল ডিভাইস উদ্ধার করেছে ইডি। পাশাপাশি, কিছু সম্পত্তির নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত এবং সন্দেহভাজনদের কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টও চিহ্নিত করেছেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয়েছে দু’টি দামি গাড়ি।
মানব পাচারের মামলাটি পুরনো। কয়েক বছর আগে বাগুইআটির একটি ঘটনার প্রেক্ষিতে এই মামলার এফআইআর দায়ের হয়েছিল। প্রাথমিক ভাবে পুলিশের অনুসন্ধানের পর মামলার তদন্তভার হাতে নেয় ইডি। শুক্রবার এই মামলায় প্রথম তল্লাশি অভিযানে নামেন ইডি আধিকারিকেরা।