• বাইককে রাস্তা না ছাড়ায় সরকারি বাসের চালককে বেধড়ক মারধর, ডেবরায় ব্যাপক চাঞ্চল্য
    এই সময় | ০৯ নভেম্বর ২০২৫
  • সরকারি বাস থামিয়ে, চালককে বেধড়ক মারধর করার অভিযোগ পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। গুরুতর আহত বাস চালক। তিনি ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। মূল অভিযুক্ত-সহ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ডেবরা থানার পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কলকাতা থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল একটি সরকারি বাস। ডেবরা বাজারের কাছে ট্র্যাফিক সিগন্যালে দাঁড়ায় বাসটি। ওই বাসের পিছনেই ছিল একটি বাইক। সিগন্যাল রেড থাকা অবস্থাতেও ওই বাইক বাম দিক দিয়ে ওভারটেক করার চেষ্টা করে এবং ক্রমাগত হর্ন বাজাতে থাকে বলে অভিযোগ। কিন্তু, ওইসময় যাত্রী ওঠানামা করায় ওভারটেক করার সুযোগ পায়নি বাইকটি।

    এর পরে সিগন্যাল সবুজ হলে বাস ছাড়ে। কিন্তু, ডেবরা বাজার থেকে কিছুটা এগোনোর পর হঠাৎই ওই সরকারি বাসের সামনে এসে যায় একটি মোটর বাইক। ফের থামতে হয় ওই বাসকে। ফলে পিছনে থাকা মোটর বাইককেও থামতে হয়। আর তাতেই গোঁসা হয় বাইক চালকের। সাইড না দিয়ে, বার বার পথ আটকাচ্ছে সরকারি বাস! এমনই অভিযোগ তুলে ওই বাসের সামনে বাইক দাঁড় করিয়ে সোজা চালকের গেট দিয়ে বাসে উঠে চালককে বেধড়ক মারধর করেন ওই বাইক চালক। তাঁর সঙ্গে এক মহিলা-সহ আরও বেশ কয়েকজন মারধর করেন বলে অভিযোগ।

    এ দিন দুপুর নাগাদ ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ডেবরা বাজার সংলগ্ন এলাকায়। দ্রুত ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ডেবরা বাজারে ট্র্যাফিকের দায়িত্বে থাকা পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। বাস চালককে উদ্ধার করে ভর্তি করা হয় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। আটক করা হয় অভিযুক্ত বাইক চালক সহ বেশ কয়েকজনকে।

    বাসের পরিচালক কন্ডাক্টর সুখেন্দু দে'র অভিযোগ, 'ডেবরার দলপতিপুর এলাকার বাসিন্দা ওই বাইক চালকের সঙ্গে যোগ দেন তাঁর পিছনের আসনে থাকা মহিলা সহ স্থানীয় আরও কয়েকজন। বাসে উঠে আমাদের চালককে কিল, চড়, ঘুসি মারে। বুকে আঘাত পেয়েছেন চালক। আপাতত ডেবরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুকের এক্স-রে করতে বলেছেন চিকিৎসক।'

    চিকিৎসাধীন অবস্থায় বাস চালক বাপন ঘোষ বলেন, 'প্রথমে সিগন্যালের কারণে, পরে সামনে একটি বাইক এসে যাওয়ায় থামতে হয়। সেজন্যই পিছনের বাইক চালক লোকজন নিয়ে এসে মারধর করেন।' শনিবার সন্ধ্যা নাগাদ এই বিষয়ে ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ডেবরা থানার পুলিশ আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)