• ‘বন্দে ভারত’-এর অনুষ্ঠানে সংঘের গান, সমালোচনায় পিনারাই বিজয়ন
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: একদিকে চার ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের উদ্বোধনে উন্নয়নের জোয়ার। অন্যদিকে সেই অনুষ্ঠানের আবহে গেরুয়া আগ্রাসনের বীজ বপন। শনিবার বারাণসী থেকে একইসঙ্গে চার শাখায় বন্দে ভারতের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারমধ্যে রয়েছে বারাণসী-খাজুরাহো, লখনউ-সাহারাণপুর, ফিরোজপুর-নয়াদিল্লি ও এর্নাকুলাম-বেঙ্গালুরু। তবে বারাণসীর সেই অনুষ্ঠানে যখন ভার্চুয়ালি এর্নাকুলাম-বেঙ্গালুরু এক্সপ্রেসের উদ্বোধন চলছে, তখনই দক্ষিণী শহরে নতুন ওই ট্রেনে স্কুলপড়ুয়াদের সফর করানো হয়। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওয় দেখা যায়, সেই সব শিশুরা ট্রেনের ভিতরে আরএসএস-এর গান গাইতে গাইতে সফর করছে। এই নিয়েই ক্ষোভ উগড়ে দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বন্দে ভারতের ওই অনুষ্ঠানের সমালোচনা করে তিনি বলেন, কী করে রেলওয়ের সরকারি অনুষ্ঠানে একটি সংগঠনের গানকে বেছে নেওয়া হল। প্রাতিষ্ঠানিক গেরুয়াকরণের ভালো উদাহরণ আর হতে পারে না। এটা সংঘ পরিবারের রাজনীতি ছাড়া আর কিছুই নয়। একসময় দেশে ধর্মনিরপেক্ষতার অন্যতম উদাহরণ ছিল রেল। আর এখন সাম্প্রদায়িকতার মূর্ত প্রতীক হিসেবে সেটি গজিয়ে উঠেছে। এব্যাপারে রেলের কোনও প্রতিক্রিয়া অবশ্য মেলেনি। এদিন ট্রেন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, অজস্র বন্দে ভারত ট্রেন এখন পরিষেবা দিচ্ছে। একইসঙ্গে নানা দেশে পৌঁছে যাচ্ছে উড়ান। এই সবকিছুই উন্নয়নের লক্ষ্যে দ্রুতগতিতে এগিয়ে যাওয়া। 
  • Link to this news (বর্তমান)