ভোপাল: স্যাঁতস্যাঁতে মেঝে। বেশকিছু জায়গায় জমে রয়েছে জল। খোলা আকাশের নীচে লাইন দিয়ে উবু হয়ে বসে খুদে পড়ুয়ারা। এক হাতে কাগজে মোড়া রুটি। মেঝেতে খবরের কাগজ পেতে দেওয়া হয়েছে তরকারি। কোনও কোনও পড়ুয়ার খবরের কাগজের ‘থালা’ গড়িয়ে মেঝেতে মিশেছে তরকারি। এভাবেই খাওয়ানো হচ্ছে মিড ডে মিল। চিত্রটা বিজেপি শাসিত মধ্যপ্রদেশের একটি স্কুলের। শনিবার এক্স হ্যান্ডেলে এমনই এক ভিডিও শেয়ার করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর কথায়, ‘এরা বাচ্চাদের খাবারের থালাও চুরি করে নিয়েছে।’ এদিন বিহারের জনসভায় দাঁড়িয়ে আরজেডি সহ বিরোধী শিবিরের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, বিরোধী দল বাচ্চাদের হাত আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছে। আর বিজেপি সরকার ল্যাপটপ দিয়েছে। ‘হ্যান্ডস আপে’র বদলে স্টার্টআপের প্রসঙ্গ তুলেছেন তিনি। বিহারের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী যখন এমন দাবি করছেন, ঠিক তখনই বিজেপি শাসিত মধ্যপ্রদেশের স্কুলের ওই ঘটনা সামনে এসেছে। তা নিয়েই সরব লোকসভার বিরোধী দলনেতা। দলীয় কর্মসূচিতে শনিবার মধ্যপ্রদেশে পৌঁছেছেন তিনি। তার আগে ওই ভিডিও শেয়ার করে তিনি বলেন, ‘এমন দৃশ্য দেখে মর্মাহত। ২০ বছরের বেশি সময় ধরে মধ্যপ্রদেশে বিজেপির সরকার রয়েছে। ওরা বাচ্চাদের খাওয়ার থালাও চুরি করে নিয়েছে। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর লজ্জা পাওয়া উচিত।’