• আফ্রিকা থেকে ভারতে আসছে আরও ৮টি চিতা
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
  • ভোপাল: দক্ষিণ আফ্রিকার বৎসওয়ানা থেকে শীঘ্রই ভারতে আসতে চলেছে আরও আটটি চিতা। চিতাগুলিকে একমাস কোয়ারেন্টাইনে রাখা হবে। এই পর্বে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করা হবে। তারপরেই ভারতে আসবে তারা। শনিবার এমনটাই জানালেন বনদপ্তরের এক আধিকারিক। তিনি বলেন, ‘ইন্টার-কন্টিনেন্টাল ট্রান্সলোকেশনের প্রক্রিয়া অনেক দীর্ঘ। সেইসঙ্গে সামনে বড়দিনের ছুটি রয়েছে। তাই জানুয়ারির আগে কুনোয় চিতা আনা সম্ভব হবে না বলেই মনে হচ্ছে।’ চিতা প্রজেক্টের ফিল্ড ডিরেক্টর উত্তম শর্মা বলেন, ‘ইতিমধ্যে এনক্লোজার সহ যাবতীয় পরিকাঠামো তৈরি করা রয়েছে। নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে চিতা আনার সময় সেগুলি বানানো হয়েছিল।’ এদিকে শুক্রবার গান্ধীসাগর অভয়রাণ্য ঘুরে দেখল দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল। বৃহস্পতিবার কুনোয় গিয়েছিলেন তাঁরা। এবিষয়ে উত্তম শর্মা জানান, কেন্দ্র ও মধ্যপ্রদেশের সরকারের ভূয়সী প্রশংসা করেন প্রতিনিধি দলের সদস্যরা। 

    ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে আসা আটটি চিতাকে কুনো জাতীয় উদ্যানে ছাড়া হয়। পরের বছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে ১২টি চিতা আনা হয়। বর্তমানে চিতার সংখ্যা ২৭। ১৬টি চিতা দেশেই জন্ম নিয়েছে। 
  • Link to this news (বর্তমান)