• ছত্তিশগড়: আরও ৮ মাওবাদীর আত্মসমর্পণ
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
  • রায়পুর: ফের ছত্তিশগড়ে আত্মসমর্পণ করলেন আটজন মাওবাদী। তাদের মধ্যে রয়েছেন চারজন মহিলা। পুলিশ জানিয়েছে, প্রত্যেকেই গারিয়াবাঁধ জেলার উদান্তি এরিয়া কমিটির সদস্য। এবিষয়ে গারিয়াবাঁধের এক পুলিশ অফিসার বলেন, ‘আত্মসমর্পণকারীরা এক দশকের বেশি সময় ধরে সক্রিয় ছিলেন। সব মিলিয়ে এদের মাথার দাম ছিল ৩৭ লক্ষ টাকা। সম্প্রতি অস্ত্র ত্যাগ করার ইঙ্গিত দিয়েছিলেন উদান্তি এরিয়া কমিটিরি সেক্রেটারি। এরপরেই শুক্রবার ওই 

    আটজন আত্মসমর্পণ করেন।’
  • Link to this news (বর্তমান)