• হরিদ্বারে বর্ষার পর থেকে লোকালয়ে উদ্ধার ৪০টি কুমির
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
  • হরিদ্বার: কোথাও বাড়ির পাশের পুকুরে তো, কোথাও বাড়ির ভিতরের কুয়ো, আবার কোথাও চাষের জমি। উত্তরাখণ্ডের হরিদ্বার ও লাকসারে লোকালয়ে কুমিরের অবাধ বিচরণ। সেই বর্ষাকাল থেকে বহু গ্রামবাসীকে আতঙ্কের মধ্যেই দিন গুনতে হয়েছে। খবর পেলেই ছুটে গিয়েছেন বনকর্মীরা। লোকালয়ের সেইসব কুমিরগুলিকে ধরে গঙ্গায় ছেড়ে দেওয়া হয়েছে। বর্ষার মরশুম থেকে অক্টোবর মাস পর্যন্ত উদ্ধার হওয়া কুমিরের সংখ্যা ৪০টি। বাসিন্দারা জানাচ্ছেন, বহু মানুষের বাড়ি, রান্নাঘর, চাষের জমি, পাড়ার পুকুরে নানা সময় কুমিরকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই গোটা এলাকা তটস্থ। কখন না আবার কুমিরের শিকার হতে হয়। 

    বনদফতর জানিয়েছে, উদ্ধার হওয়া কুমিরগুলির বেশিরভাগই শাবক। সেগুলিকে গঙ্গায় ছেড়ে দেওয়া হয়েছে। যদিও আতঙ্ক এখনও কাটেনি। গ্রামবাসীরা মনে করছেন, সেগুলি আবার গঙ্গা থেকে ফিরে আসতে পারে। এদিকে বনকর্মীরা বলছেন,  কুমিরগুলি গঙ্গা থেকে আসেনি। সেগুলি মূলত স্থানীয় পুকুর ও জলাশয়ে বেশ কয়েক বছর ধরেই ছিল। তাদের ধারণা, ২০১৩ সালের বন্যার সময়েই বহু কুমির গঙ্গা থেকে ভেসে এসে এলাকার পুকুর ও জলাশয়ে বসবাস শুরু করে। 
  • Link to this news (বর্তমান)