‘মোদি সাম্রাজ্যে’র বিরুদ্ধে লড়াইয়ে মহাত্মা গান্ধীকে স্মরণ প্রিয়াঙ্কার
বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
কাটিহার ও ভাগলপুর: ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে হটাতে দীর্ঘ লড়াই করেছিলেন মহাত্মা গান্ধী। এখন ‘মোদি সাম্রাজ্যে’র বিরুদ্ধে একই লড়াই লড়ছে কংগ্রেসও। শনিবার এই ভাষাতেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বিহারে দ্বিতীয় দফার ভোটের আগে এদিন কাটিহার ও ভাগলপুরের পরপর জনসভা করেন ওয়েনাড়ের সাংসদ। সেখানে তিনি জানান, দেশি বন্দুক—‘কাট্টা’র মতো শব্দ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর পদের অমর্যাদা করছেন। একদিকে তিনি ‘বন্দেমাতরম’ বলছেন। অন্যদিকে ‘কাট্টা’র মতো শব্দ ব্যবহার করছেন। মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার যুবসম্প্রদায়ের জন্য কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ। সমস্ত সরকারি সংস্থাগুলিকে দুই কর্পোরেট বন্ধুর হাতে তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী।
প্রিয়াঙ্কার অভিযোগ, এনডিএ নেতারা বারবার কংগ্রেস জমানার সাতদশক নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু, তাদের জানা উচিত, কংগ্রেস সরকার আইআইটি, আইআইএম, এইমসের মতো প্রতিষ্ঠান তৈরি করেছে। বিজেপি মনে করে, তারা মহিলাদের ১০ হাজার টাকা ঘুষ দেবে, আর ভোটে জিতে যাবে। এবার আর তা হচ্ছে না। বিহারের মানুষ তাদের যোগ্য জবাব দেবে।
জোড়া সভা থেকে ফের ভোটচুরি নিয়ে সরব হয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ তিন সদস্যই এর সঙ্গে যুক্ত রয়েছেন। কমিশনের সঙ্গে হাত মিলিয়ে এনডিএ সরকার বিহারের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। মোদির সঙ্গে সাধারণ মানুষের কোনও যোগ নেই বলেও তোপ দেগেছেন কংগ্রেস নেত্রী। বলেন, সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন না মোদি। তাঁর নিজের সংসদীয় ক্ষেত্র বারাণসীর ক্ষেত্রেও একই অবস্থা। প্রধানমন্ত্রী শুধু বিদেশে যেতেই পছন্দ করেন। এমনকী বিজেপি শাসনে অপরাধও কয়েকগুণ বেড়ে গিয়েছে বলেও দাবি প্রিয়াঙ্কার।