• ‘বিহার, এবার তোমার পালা’, ভোটচুরি বিতর্কেই পুনের মহিলা আইনজীবীর সেলফিতে শোরগোল
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
  • মুম্বই ও পাটনা: হরিয়ানার ভোটার তালিকায় ব্রাজিলীয় মডেলের ছবি! একবার-দু’বার নয়। বিভিন্ন নাম ও পরিচয়ে ১২ বার। রাহুল গান্ধীর অভিযোগ ঘিরে রাজনীতির ময়দানে তুলকালাম। তার রেশ এখনও কাটেনি। এবার এক মহিলা আইনজীবীর সেলফি ঘিরে ধুন্ধুমার। বিহারে প্রথম দফার ভোট চলার মধ্যেই ঊর্মি নামে ওই আইনজীবী তাঁর একটি সেলফি পোস্ট করেন। আঙুলে ভোটদানের কালি। ক্যাপশনে লেখা, ‘ভোট ফর আ মডি-ফায়েড ইন্ডিয়া! যাই কে ভোট ডালি, বিহার!’ কিন্তু ঊর্মি আদতে মহারাষ্ট্রের পুনের বাসিন্দা। তাহলে তিনি কীভাবে বিহারে ভোট দিলেন? রে রে করে মাঠে নেমে পড়ে মহারাষ্ট্র কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে পুনেতে ভোটদানের পর একইভাবে একটি সেলফি পোস্ট করেছিলেন ওই মহিলা আইনজীবী। পাশাপাশি দু’টি সেলফি পোস্ট করে রাহুল গান্ধীর সুরেই ‘ভোট চুরি’র তত্ত্ব সামনে আনে হাত শিবির। শুধু মহারাষ্ট্র কংগ্রেস নয়, কিছুক্ষণের মধ্যেই বিহারে তাদের জোটসঙ্গী আরজেডিও সুর চড়ায়। বিজেপির মুণ্ডপাত শুরু করে বিরোধী শিবির। শুরু হয় তুমুল বিতর্ক। তবে, রাজনীতির ময়দানে পোড় খাওয়া নেতানেত্রীরা ঘুণাক্ষরেও ধরতে পারেনি তাঁদের জন্য ‘গুগলি’ অপেক্ষা করে রয়েছে! 

    দু’টি সেলফি পাশাপাশি রেখে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর রেশমা আলমের কটাক্ষ, ‘বহু রাজ্যে ভোটদান নয়া স্টার্টআপ। বিনিয়োগকারী: বিজেপি। উৎপাদিত পণ্য: জাল জনমত।’ ঠেস দিতে ছাড়েননি মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র অতুল লোনধে পাতিল। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘লোকসভা নির্বাচনে আমি মহারাষ্ট্রে ভোট দেব। বিধানসভা নির্বাচনে ভোট দেব বিহারে। আমি মোদির জন্য ভোট চুরি করব।’ কংগ্রেসের মতোই সুর চড়ান শরিক আরজেডির মুখপাত্র প্রিয়াঙ্কা ভারতী। তিনি লেখেন, ‘২০২৪ সালে ম্যাডাম মহারাষ্ট্রে ভোট দিয়েছেন, ২০২৫ সালে দিয়েছেন বিহারে। রাখঢাক না করেই লিখেছেন, তিনি মোদির ভারত গড়তে চান। লজ্জা-শরম সব বিক্রি করে দিয়েছে ওরা। কী ঔদ্ধত্য দেখুন।’

    বিতর্ক তুঙ্গে ওঠার পর অবশেষে রহস্যের পর্দা সরান ঊর্মি। ক্রমেই স্পষ্ট হয়, এই মহিলা আইনজীবী আসলে ‘গুগলি’ ছেড়েছেন। এবার আরও একটি পোস্ট করেন তিনি। সেখানে ঊর্মির ব্যাখ্যা, ‘বিহারের মানুষকে ভোটদানে উৎসাহিত করতে ওই সেলফি পোস্ট করেছি। বলেছি, ভোটদান করেছি। কিন্তু একবারও বলিনি আজকেই ভোট দিয়েছি। সবাই জানে, এটা মহারাষ্ট্রে তোলা ছবি। তাই, শান্ত হোন! বিহার, এবার তোমার ভোটদানের পালা।’  
  • Link to this news (বর্তমান)