• দূষণ কমছেই না দিল্লিতে, শনিবারও বিপজ্জনক রাজধানী
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিনের পর দিন লাগাতার ৩০০ পার করছে দিল্লির সার্বিক এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) মান। এলাকাভিত্তিতে তা কখনও ছাড়িয়ে যাচ্ছে সাড়ে ৩০০, কখনও ৪০০য়েরও বেশি। এটি যদি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) সরকারি তথ্য হয়, তাহলে বেসরকারি হিসেবে দিল্লিতে দূষণ পরিমাপক একিউআই ছাড়িয়ে গিয়েছে ৬০০য়ের মান। গাজিয়াবাদ, নয়ডা, গ্রেটার নয়ডার মতো এনসিআর শহরগুলিতে বেসরকারি হিসেবে একিউআইয়ের মান প্রায় এক হাজার ছুঁইছুঁই। অর্থাৎ, সরকারি হিসেব হোক কিংবা বেসরকারি। দিল্লি এবং লাগোয়া এনসিআর এলাকাগুলিতে দূষণ পরিস্থিতি ক্রমশই অতি খারাপ থেকে বিপজ্জনকের দিকে যাচ্ছে। শস্যের আগাছা পোড়ানোর ঘটনা কমাতে হরিয়ানা এবং পাঞ্জাব সরকার কী পদক্ষেপ করেছে, তার অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল পরিবেশ মন্ত্রক। শনিবার এই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মন্ত্রকের আওতাধীন কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (সিএকিউএম)।

    তবে দিল্লির মানুষ দূষণে জেরবার হলেও বিজেপি সরকার অবশ্য আর বিশেষ মাথা ঘামাচ্ছে না। কৃত্রিম বৃষ্টিপাতের মতো জুমলা ব্যর্থ হওয়ার পর দিল্লির দূষণ মোকাবিলা নিয়ে আর তেমন উচ্চবাচ্যই করছে না মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নেতৃত্বাধীন বিজেপি সরকার। দিল্লির যেসব এলাকায় দূষণ পরিস্থিতি অত্যন্ত খারাপ, সেখানে যন্ত্রের সাহায্যে শুধুমাত্র জল ছেটানো হচ্ছে। শর্তসাপেক্ষে দিল্লিতে বাণিজ্যিক গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে। দিল্লির সরকারি কার্যালয়গুলিতে অফিস টাইমিংয়ে কিছুটা পরিবর্তন করা হয়েছে। দিল্লির দূষণ মোকাবিলার অন্যতম ‘পদক্ষেপ’ বলতে প্রধানত এগুলোই! শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে, দিল্লির আনন্দবিহার, বুরারি, আইটিও, জাহাঙ্গিরপুরী, পটপরগঞ্জ, রোহিনির মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে একিউআইয়ে মান ৪০০ ছাড়িয়ে গিয়েছে।  ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)