• দলে দলে কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা, জায়গা নেই ট্রেনে
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, পাটনা: ছট পুজো শেষ। ভোট শেষ। এবার ফের কাজে ফেরার পালা। বিহারে প্রথম দফার নির্বাচন শেষ হতেই কর্মস্থলে ফেরার জন্য স্টেশনে স্টেশনে ভিড় জমিয়েছেন পরিযায়ী শ্রমিকরা। ‌গন্তব্য, দিল্লি, মুম্বই, পাঞ্জাব, গুজরাত বা কলকাতা। পাটনা, দানাপুর, মুজফ্ফরপুর, দ্বারভাঙা, ছাপড়া সর্বত্র একই ছবি। ব্যাগ, বাক্সপ্যাঁটরা‌ নিয়ে দলে দলে ট্রেন ধরার তাড়া। শনিবার সকাল থেকে একই ছবি সর্বত্র। রেল সূত্রে খবর, বিহার থেকে দিল্লি, সুরাত, লুধিয়ানা এবং মুম্বই যাওয়ার কোনও ট্রেনের টিকিট নেই। অন্যদিনের তুলনায় আট থেকে ১০ গুণ বেড়ে গিয়েছে ওয়েটিং লিস্টের সংখ্যা। রিজার্ভেশন টিকিট ছাড়া কামরায় উঠে পড়ছেন অনেকে। অসহায় অবস্থা টিটিই’দের।  প্রতি বছরের মতো এবারও ছটে বিভিন্ন রাজ্য থেকে ঘরে ফিরেছেন বিহারের বহু পরিযায়ী শ্রমিক। এবার একেবারে ভোট দিয়ে তাঁরা কর্মস্থলে ফিরছেন। 

    এবছর বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে বিহারে। নির্বাচন কমিশনও মনে করছে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক এবার বিহারে‌ ভোট দিয়েছেন। ভোট শতাংশের বিচারে সর্বকালীন রেকর্ড গড়ার পিছনে পরিযায়ীদের বিপুল সংখ্যক ভোট রয়েছে বলে অনেকের অনুমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসআই‌আরের পর বিহারে ভোট তালিকায় নাম থাকাকে কেন্দ্র করে আতঙ্ক তৈরি হয়েছে ভোটারদের মধ্যে। যে কারণে ভোটদান থেকে বিরত থাকতে সাহস পাননি পরিযায়ীরা।
  • Link to this news (বর্তমান)