• ২০৩০ সালে মঙ্গলযান-২, জানাল ইসরো
    বর্তমান | ০৯ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: মঙ্গলের কক্ষপথে পৌঁছে আগেই নজির সৃষ্টি করেছে ইসরো। এবার পালা লালগ্রহে অবতরণের। সৌজন্যে ‘মঙ্গলযান-২’। জোরকদমে চলছে প্রস্তুতি। এরইমধ্যে অভিযানের সম্ভাব্য সূচি জানিয়ে দিলেন ইসরো চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন। বুধবার তিনি বলেন, ২০৩০ সালে যাত্রা শুরু করবে মঙ্গলযান-২। ২০১৩ সালের ৫ নভেম্বর যাত্রা শুরু করেছিল ‘মার্স অরবিটর মিশন’। এশিয়ার প্রথম দেশ হিসেবে মঙ্গলের কক্ষপথে পৌঁছে যায় ভারতের মহাকাশযান। তারপর দীর্ঘ সাত বছর ধরে সেখানকার আবহাওয়া, খনিজ সম্পকের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে থাকে। তবে নতুন অভিযান আগের থেকে অনেকটাই আলাদা। ইসরো জানিয়েছে, অরবিটরের পাশাপাশি ল্যান্ডারও থাকতে পারে। সম্ভব হলে ছোট রোভারও রাখা হতে পারে। ইসরোর এক আধিকারিক বলেন, ‘অভিযান সফল হলে ভারত প্রথমবার অন্য গ্রহে সফ্ট ল্যান্ডিং করবে। সেটাই আমাদের পরিকল্পনা।’ ইসরোর স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টার আর বিক্রম সারাভাই স্পেস সেন্টারে মঙ্গল অভিযানের কাজ শুরু হয়ে গিয়েছে। মহাকাশের ডিজাইনের পাশাপাশি একাধিক বিষয় নিয়ে গবেষণা চলছে।
  • Link to this news (বর্তমান)